হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের জয় চান ইসরায়েলের বেশিরভাগ মানুষ

ইসরায়েলে ট্রাম্প সমর্থকেরা। ছবি: এএফপি

পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। এ অবস্থায় ইসরায়েলের ‘চ্যানেল-টুয়েলভ’ নামে একটি সংবাদ প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকেই চান দেশটির বেশির ভাগ মানুষ। মঙ্গলবার রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ট্রাম্পের প্রতি ইসরায়েলিদের এমন সমর্থনের কারণ ব্যাখ্যা করেছেন জেরুজালেমের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড্যান পেরি। তিনি বলেছেন, ‘অনেক ইসরায়েলি বিশ্বাস করেন, ইসরায়েল যাই করুক না কেন, ট্রাম্প সব সময় এই দেশটির পক্ষেই থাকবেন।’

পেরি জানান, ইসরায়েলিরা অবাক হতে পছন্দ করে, আর ট্রাম্পের কৌতুক তাঁদের সেই আশা মেটাতে সক্ষম। ইসরায়েলিরা এটাও বিশ্বাস করে যে, কমলা হ্যারিসের চেয়েও দ্রুততম সময়ের মধ্যে গাজায় গণহত্যার দ্রুত সমাপ্তি ঘটাতে পারবেন ট্রাম্প।

তবে পেরি মনে করেন, ট্রাম্পের অধৈর্যতা এবং ক্ষমতা প্রদর্শনের প্রবণতা বাস্তবে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে পারে। আল-জাজিরাকে পেরি এটাও বলেন যে, ‘আসলে এটি নাও হতে পারে। এটাই সত্য যে, ট্রাম্প দুনিয়ায় যা ঘটছে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না।’

উল্লেখ্য, প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করেছিলেন এবং সেই সময়টিতে সিরিয়ায় ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছিলেন। নিজেকে তিনি সে সময় ‘ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট’ বলেছিলেন।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি