মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন মরা গেছেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছেন। এ ঘটনার পর তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
এএফপি জানিয়েছে, দুটি মাদক কারবারী গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে। ২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার।
মেক্সিকো সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।