হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রুডোর পদত্যাগ চান তাঁরই দলের এমপিরা 

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আর জাস্টিন ট্রুডোকে দেখতে চান না তাঁরই দলের এমপিরা। সম্প্রতি ট্রুডোর লিবারেল পার্টির বেশ কিছু এমপি ট্রুডোকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে তাঁকে পদত্যাগ করতে হবে, নইলে পার্লামেন্টে বিদ্রোহের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত বুধবার কানাডার প্রধানমন্ত্রী তাঁর দল লিবারেল পার্টির প্রায় ২০ জন এমপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানেই ট্রুডোকে আল্টিমেটাম দেওয়া হয় আগামী নির্বাচন আসার আগেই দলীয় প্রধানের পদ ছাড়তে। উল্লেখ্য, এই ২০ জনের কেউই ট্রুডোর মন্ত্রিসভার সদস্য নন। 

এর আগে, লিবারেল পার্টির দুই ডজন এমপি ট্রুডোর পদত্যাগ দাবি করে চিঠি লিখেন। সেখানে তাঁরা আল্টিমেটাম দেন, আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের চিঠি ট্রুডোর ওপর খুব একটা প্রভাব ফেলতে পেরেছে বলে মনে হয় না। 

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন ট্রুডো। এই সময়ে ক্রমেই তিনি জনপ্রিয়তা হারিয়েছেন। এ অবস্থায় তাঁর নিজ দল থেকে পদত্যাগের আহ্বান উঠছে। মূলত আগামী নির্বাচনে যাতে একটি বিব্রতকর পরাজয় এড়ানো যায়। দলীয় নেতাদের আশঙ্কা, ট্রুডো পদ না ছাড়লে নির্বাচনে তাঁদের দল তৃতীয় অবস্থানে চলে যাবে। 

কানাডার পার্লামেন্টে লিবারেল পার্টির ১৫৩ জন সদস্য থাকলেও ট্রুডোর বিরুদ্ধে অভ্যন্তরীণ বিদ্রোহ এখনো সেই অর্থে ব্যাপক সমর্থন লাভ করতে পারেনি। ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত তাঁর জায়গা নেবেন এমন কোনো বিকল্প নেতাও সামনে আসেননি। উল্লেখ্য, সিবিসি পোল ট্র্যাকারের জরিপ বলছে, বিরোধী দল কনজারভেটিভ পার্টি ট্রুডোর দলের তুলনায় জনপ্রিয়তায় ২০ পয়েন্ট এগিয়ে আছে।

হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

ইউক্রেনের জন্য ৩৯ পাউন্ড দানের অপরাধে রুশ-মার্কিন ব্যালে ড্যান্সারের ১ বছরের কারাবাস

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মিশেল ওবামা

পরমাণু ইস্যুতে বৈঠক শুরুর ঠিক আগে ইরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

ডমিনিকান রিপাবলিকে ছাদ ধসে প্রাণহানি বেড়ে ১২৪

চীন ছাড়া অন্য দেশগুলোর ওপর আরোপিত শুল্ক কেন স্থগিত করলেন ট্রাম্প

বাতানের যুদ্ধে বিপুল সেনার আত্মসমর্পণ, যুক্তরাষ্ট্র হেরেছে আরও যেসব যুদ্ধে

ট্রাম্পের ইউটার্ন, আবার চালু হচ্ছে এনজিওর সহায়তা কর্মসূচি

শুল্ক নিয়ে গৃহদাহ, ট্রাম্পের বাণিজ্য পরামর্শককে ‘নির্বোধ’ বললেন মাস্ক

আদালতের রায়ে হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেল বার্তা সংস্থা এপি