হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চীন থেকে যুক্তরাষ্ট্রে যেতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক

চীন থেকে আসা পর্যটকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। চীনে নতুন করে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে ইতালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভারতও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে যুক্তরাজ্য সরকার বলেছে, ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষা বা সীমান্ত অতিক্রমের সময় কোনো বিধিনিষেধ পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়াও বলেছে, তারা ভ্রমণকারীদের জন্য আপাতত কোনো বিধিনিষেধ আরোপ করবে না।

এদিকে প্রায় তিন বছর কঠোর নিষেধাজ্ঞার পর চীন জানিয়েছে, আগামী বছরের ৪ জানুয়ারি থেকে দেশটি পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করবে। গত মঙ্গলবার চীন ঘোষণা করেছে, দেশটিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। যদিও চীনে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। তবে বেইজিং অভিযোগ করে বলেছে, কিছু দেশ ও গণমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্র বলেছে, আগামী ৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীন, হংকং ও ম্যাকাওয়ের ভ্রমণকারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজে ওঠার সর্বোচ্চ দুই দিন আগে যাত্রীদের করোনা পরীক্ষা করতে হবে। যাঁরা ১০ দিনের বেশি আগে করোনা পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন, তাঁদের পুনরায় করোনা পরীক্ষা করে নেতিবাচক ফল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, দেশটি করোনার তথ্য সরবরাহে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। করোনা সংক্রমণের বৃদ্ধি ঠেকাতে কার্যকরভাবে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ, কিন্তু চীন সেই কাজ করেনি।

চীন সম্প্রতি করোনা সংক্রমণের তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটিতে প্রতিদিন কতজন আক্রান্ত হচ্ছে এবং কতজন মারা যাচ্ছে, তা সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না।

এদিকে যুক্তরাষ্ট্র ছাড়া আরও কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ওপর করোনা পরীক্ষার বিধিনিষেধ আরোপ করেছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘আগামীকাল শুক্রবার থেকে জাপানে আসা চীনা ভ্রমণকারীদের করোনা পরীক্ষা করা হবে। এ ছাড়া গত সাত দিনের মধ্যে যাঁরা চীন ভ্রমণ করেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় যাঁদের ফল পজিটিভ আসবে, তাঁদের সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আর যাঁদের উপসর্গ থাকবে, তাঁদের পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। চীন থেকে যাওয়া-আসা ফ্লাইটও সীমিত করবে বলে জানিয়েছে জাপান।

ভারত বলেছে, চীন থেকে যেসব ভ্রমণকারী ভারতে আসবেন, তাঁদের অবশ্যই করোনা পরীক্ষার নেগেটিভ ফল নিয়ে আসতে হবে। ভ্রমণকারীদের পরীক্ষার ফল পজিটিভ হলে বা করোনার উপসর্গ থাকলে তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

তাইওয়ান জানিয়েছে, ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যাঁরা চীন থেকে তাইওয়ানে আসবেন, তাঁদের করোনা পরীক্ষা করতে হবে। এ ছাড়া বেলজিয়ামে ভ্রমণের ক্ষেত্রেও করোনা পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন দেশটির পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ব্রুজের মেয়র। 

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন