হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

অনলাইন ডেস্ক

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে ভস্মীভূত লস অ্যাঞ্জেলেস। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই দাবানল শহরটির সহ্যশক্তির কঠিন পরীক্ষা নিচ্ছে। শুষ্ক শরৎকাল, প্রচণ্ড খরা এবং ২০১১ সালের পর সবচেয়ে শক্তিশালী সান্তা আনা বাতাসের প্রভাবে শহরের শুষ্ক পাহাড়গুলো জ্বলন্ত আগুনে রূপ নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত এই দাবানলে ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৪০ হাজার একরের বেশি এলাকা জুড়ে থাকা ১২ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সব হারিয়ে গৃহহীন হয়েছে অন্তত ৭৪ হাজার মানুষ।

দাবানল লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলের ধনী এলাকাগুলো, যেমন প্যাসিফিক প্যালিশেডস ও মালিবুকে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে তুলনামূলক সাশ্রয়ী এলাকা আলতাডেনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলতাডেনায় দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ফায়ার সার্ভিসের কর্মীদের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময় পর্যন্ত পাওয়া যায়নি। ফলে হাজার হাজার মানুষ সক্রিয় দাবানলের মধ্যেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়িয়েছে।

আগুন সরে যাওয়ার পর অনেকেই তাদের বাড়ি খুঁজতে ফিরে আসছে, কিন্তু সেখানে শুধু পোড়া কাঠের স্তূপ ও ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই। অনেকে প্রিয় স্মৃতিচিহ্ন খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু বেশির ভাগই খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছে। পোড়া ভিটেমাটির মাঝে এখন শুধুই কান্না আর হাহাকার।

শুষ্ক বাতাসের গতিবেগ কিছুটা কমলেও দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে সান্তা আনা বাতাসের গতি আবার বাড়তে পারে। এতে করে পরবর্তী সপ্তাহের শুরুতে দাবানল আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনের প্রভাব বাড়ার আশঙ্কায় আরও এক লাখের বেশি মানুষকে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ তৎপর থাকলেও ক্যালিফোর্নিয়ার এ দুর্যোগ কাটিয়ে উঠতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক’ ধনিক শ্রেণির উত্থান হচ্ছে, বিদায়ী ভাষণে বাইডেনের সতর্কবার্তা

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আয়োজনে যা যা থাকছে

গ্রাহক না হলে বাথরুম ব্যবহার করতে দেবে না স্টারবাকস

ইলন মাস্কের বিরুদ্ধে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মামলা

ট্রাম্পের হবু প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ নিজের সন্তানের নাম ভুলে গেছেন

মার্কিন পর্বতমালার নিচে বিশ্বের বৃহত্তম জলাধার আবিষ্কারের দাবি

সবার আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

দাবানলের মধ্যেই চলছে লুটপাট

গোলাপি গুঁড়ায় ঢাকা পড়ছে ক্যালিফোর্নিয়া, এটি আসলে কী

সেকশন