Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ নিহত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।

জাকাটেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দা ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছার পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলির শিকার হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।

এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, মাদক চোরাচালানের রুট হিসেবে এখানে প্রায়ই দুটি গ্রুপের মধ্যে যুদ্ধ হয়। এ ছাড়া দুটি মাদক কারবারি গ্রুপ ‘সান্তা রোসা দে লিমা’ ও ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের’ মধ্যে বিরোধের কারণে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যটি একটি অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে।

গত ২৩ জানুয়ারি মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোর পৌরসভায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জন মরা গেছেন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত জানুয়ারিতে জাকাটেকাসের গভর্নরের প্রাসাদের সামনে একটি স্পোর্টস গাড়িতে ১০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল। 

২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সে সময় দেশজুড়ে সহিংসতায় ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশির ভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার। 

ইউক্রেনের শরণার্থীদের বের করে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

শিশুদের গায়ে হাত তোলা যাবে না ইংল্যান্ডে, পার্লামেন্টে বিল

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড