হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হ্যারি-মেগানের বিচ্ছেদের গুঞ্জন একটি ছবিকে ঘিরে

গুঞ্জনটি শুরু হয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করা মেগানের একটি ছবির সূত্র ধরে। রহস্যময় এই ছবিটিও এমন এক সময়ে পোস্ট করা হয়েছে যখন আলোচিত এই দম্পতি একে অপরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করছেন। 

জানা গেছে, নিজের ৪২ তম জন্মদিনে সম্প্রতি বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন  মেগান ম্যার্কেল। তাঁর এক বন্ধু সেই পার্টির একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন। ছবিটিতে দেখা যায়, দুই বন্ধুর কাঁধে হাত রেখে মাঝখানে অবস্থান করছেন হাস্যোজ্জ্বল মেগান। একটু ভালো করে খেয়াল করলে দেখা যায়, বন্ধুদের সঙ্গে আনন্দমুখর সময় কাটানো মেগানের বাম হাতের অনামিকায় তাঁর বিয়ের আংটিটি অনুপস্থিত! 

এরপরই গুঞ্জন শুরু হয়েছে ডাচেস অব সাসেক্সের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির। আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরে তারা দুজন একে অপরের কাছ থেকে দূরে অবস্থান করার বিষয়টি নিয়েও। 

ছবিটিকে কেন্দ্র করে এখন অনেকেই নানা মন্তব্য করছেন। রাজকীয় ওই দম্পতির এক ভক্ত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘জন্মদিনে মেগানের একটি নতুন মিষ্টি ছবি পোস্ট করেছেন তাঁর হেয়ার স্টাইলিস্ট মিকা হ্যারিস। ছবিটির বাম পাশে আছেন লেখিকা ক্লিও ওয়েড।’ 

তবে ছবির নিচে মন্তব্য করতে গিয়ে অনেকেই তাঁর বিয়ের আংটি না থাকার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না, তাঁর বিয়ের আংটিটির কী হলো?’ 

আরেকজন মত দিয়েছেন, বিয়ের আংটি প্রতিদিনই পরতে হবে এমন কোনো কথা নেই। 

অন্য এক মন্তব্য করেছেন, ‘তাঁকে বেশ সুন্দর লাগছে। সম্ভবত তিনি তাঁর বিয়ের আংটিটি নতুন করে আকার পরিবর্তন করতে দিয়েছেন।’ 

পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, মেগানের বিয়ের আংটিতে সারিবদ্ধ তিনটি মূল্যবান পাথর রয়েছে। এর মধ্যে মাঝখানে রয়েছে বতসোয়ানা থেকে সংগ্রহ করা একটি হিরা। আর এর দুই পাশে থাকা দুটি পাথর প্রিন্সেস ডায়ানার গয়না সংগ্রহশালা থেকে নেওয়া হয়েছে। ইতিপূর্বে বহু অনুষ্ঠানেই আংটিটি মেগানের অনামিকায় বহাল তবিয়তে দেখা গেছে। 

তবে পিপলের প্রতিবেদনে এও বলা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে ওই রাজ দম্পতি যখন দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন, সে সময় আংটিটি পরেননি মেগান।’

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি