হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পেনসিলভানিয়ায় ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক    

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষের পর এবার চলছে ভোট গণনা। এখন পর্যন্ত আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যাচ্ছে, রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। তাঁর তুলনায় অনেকটাই পিছিয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, এখন পর্যন্ত কমলা হ্যারিস ১৭৯টি ইলেক্টোরাল কলেজে এগিয়ে আছেন। বিপরীতে ট্রাম্প এগিয়ে আছেন ২১৪টি ইলেক্টোরাল কলেজে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব অঙ্গরাজ্য ব্যবধান গড়ে দেয় অর্থাৎ, সুইং স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে সুইং স্টেট পেনসিলভানিয়ায় ভোটের ক্ষেত্রে ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ তুলেছেন ট্রাম্প। পেনসিলভানিয়ার শহর ফিলাডেলফিয়ায় ব্যাপক ভোটারের উপস্থিতির খবরের মধ্যে ট্রাম্প বলেছেন, ‘এই শহরে ব্যাপক জালিয়াতির বিষয়ে আমার অনেক কথা বলার আছে।’ তবে রাজ্যের এক নির্বাচন কর্মকর্তা ট্রাম্পের দাবি অস্বীকার করে এটিকে ‘বিভ্রান্তির আরেক উদাহরণ’ বলে অভিহিত করেছেন।

এদিকে, এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদায় বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া যেসব শিক্ষার্থী অগ্রিম ভোট দিয়েছেন, তাঁদের বেশির ভাগই বেছে নিয়েছেন কমলা হ্যারিসকে। তবে অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা হয়েছে, তাতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

সেকশন