Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টিকটক চ্যালেঞ্জ দেখে মজা করতে গিয়ে কোমায় শিশু

অনলাইন ডেস্ক

টিকটক চ্যালেঞ্জ দেখে মজা করতে গিয়ে কোমায় শিশু
টিকটকের নিডোহ চ্যালেঞ্জ অনুসরণ করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার এক শিশু। ছবি: সংগৃহীত

ভাইরাল টিকটক চ্যালেঞ্জ দেখে পরীক্ষা করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের এক শিশু। দুর্ঘটনা এতই ভয়াবহ ছিল যে কোমায় চলে গেছে শিশুটি। একটি খেলনা বিস্ফোরিত হয়ে ভয়ংকরভাবে দগ্ধ হয়েছে সে।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দ্য সানের এক প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার শিকার সাত বছর বয়সী শিশুটির নাম স্কারলেট। যুক্তরাষ্ট্রের মিজৌরির বাসিন্দা সে। নিডোহ নামের একটি স্ট্রেস টয়কে (এটি মূলত এক ধরনের স্কুইশি খেলনা। যা খুবই নরম এবং স্ট্রেস নিয়ন্ত্রণে সহায়তা করে) ফ্রিজে জমিয়ে মাইক্রোওয়েভে গরম করলে আবার আগের মতো নরম হয়ে যায়—এমন ভিডিও বর্তমানে টিকটকে বেশ ভাইরাল। সেই ভিডিও দেখেই এই খেলনা দিয়ে পরীক্ষাটি করতে উৎসাহিত হয় স্কারলেট।

তার বাবা জানান, ‘পরীক্ষণটি করার জন্য আগের দিন রাতে সে একটি নিডোহ কিউব ডিপ ফ্রিজে রাখে। পরদিন সকালে সেটি বের করে আমাকে দেখায় যে অনেক শক্ত হয়ে গেছে। এরপর টিকটকে দেখা ভিডিওর মতো মাইক্রোওয়েভে গরম করতে দেয়। ও পর্যবেক্ষণ করতে গেছিল যে সেটি গরম হয়েছে কিনা। সবকিছু এত তাড়াতাড়ি ঘটেছে যে আমি হতবিহ্বল হয়ে পড়ি। রক্ত হিম করে দেওয়া এক চিৎকার শুনলাম। তাকিয়ে দেখি খেলনাটি বিস্ফোরিত হয়ে জেলির মতো বস্তু আমার মেয়ের বুকে, মুখে আর চিবুকে লেগে আছে।’

তিনি আরও বলেন, ‘তৎক্ষণাৎ আমি চেষ্টা করি ওর শরীর থেকে গরম ওই জেলি সরানোর। কিন্তু ওই জেলি এতই চিটচিটে আর আঠালো ছিল যে সরানো যাচ্ছিল না। উল্টো আমার হাতের সঙ্গে লেগে যাচ্ছিল।’

যে পরীক্ষা আনন্দদায়ক হওয়ার কথা ছিল তা মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। এক মুহূর্ত দেরি না করে স্কারলেটকে হাসপাতালে নিয়ে যান বাবা-মা। তার মুখ এত মারাত্মকভাবে দগ্ধ হয়েছে যে শ্বাসনালি ফুলে গিয়ে জটিল পরিস্থিতি তৈরি হতে পারত। কিন্তু সেই পরিস্থিতি এড়াতে ইচ্ছাকৃতভাবে তাকে কোমায় রেখেছেন চিকিৎসকেরা, যাকে বলা হয় মেডিকেল ইনডিউসড কোমা।

এই ভয়াবহ অভিজ্ঞতার পর, স্কারলেটের বাবা-মা সবাইকে সতর্ক করেছেন এই খেলনা যাতে কেউ ঘরে না রাখে। স্কারলেটের বাবা বলেন, ‘এই খেলনার ভেতরের তরল আঠার মতো কাজ করে। একবার যদি এটি কারও ত্বকের সঙ্গে লেগে যায়, তাহলে সরানো প্রায় অসম্ভব।’

এখনো পর্যন্ত খেলনাটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান শিলিং টয়েস এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তাদের ওয়েবসাইটে সতর্কীকরণ বার্তা দিয়েছে। তারা লিখেছে, এই খেলনা কখনো গরম, ফ্রিজে ঠান্ডা বা মাইক্রোওয়েভে গরম করা উচিত নয়, তাহলে বিপদ হতে পারে।

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন: হোয়াইট হাউস

নাৎসিদের সঙ্গেও এমন আচরণ করেনি যুক্তরাষ্ট্র: অভিবাসী বিতাড়ন প্রসঙ্গে মার্কিন বিচারক

হুতিদের ওপর হামলা পরিকল্পনার গোপন গ্রুপে সাংবাদিককে যুক্ত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী!

শ্বশুরের সঙ্গে হামাসের সংযোগ, যুক্তরাষ্ট্রে ভারতীয় অধ্যাপক গ্রেপ্তার

আমেরিকা ছাড়লেন ইলন মাস্কের ট্রান্সজেন্ডার সন্তান

ওয়ালমার্টের সঙ্গে উৎপাদকদের জটিল দ্বন্দ্বে নামাল ট্রাম্পের শুল্ক নীতি

ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করলেন টাইগার উডস

২৮ এপ্রিল কানাডার নির্বাচন, কার হাতে যাবে ক্ষমতা

ইউক্রেন নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনা উড়িয়ে দিলেন ট্রাম্পের দূত

নির্বাচনে পাশে থাকা গোষ্ঠীগুলোকে কী পুরস্কার দিচ্ছেন ট্রাম্প