অস্ত্রোপচারের সময় কান্না করায় যুক্তরাষ্ট্রের এক নারীকে গুনতে হলো জরিমানা। এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর।
মিররের প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচারের সময় কান্না করায় ১১ ডলার জরিমানা দিতে হয়েছে মিডজ নামের ওই নারীকে। এ ঘটনার কথা টুইট করে জানিয়েছেন, সেই সঙ্গে হাসপাতালের বিলের একটি ছবিও পোস্ট করে দিয়েছেন টুইটারে। তবে হাসপাতালের নাম জানা যায়নি।
সেই বিলে দেখা যাচ্ছে, ‘ব্রিফ ইমোশন’ বলে একটি বিষয়ের কথা উল্লেখ করেছে হাসপাতাল। সেখানে খরচ ধার্য করা হয়েছে ১১ ডলার। সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে ওই নারী জানতে পেরেছেন, তিনি অস্ত্রোপচারের সময় কেঁদেছিলেন বলেই এই টাকা দিতে হবে তাঁকে।