হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৫ 

ঢাকা: ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে রোববার মার্কিন সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার ভেতরে দুটি স্থানে এবং ইরাকের একটি স্থানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা ও অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরাকে মার্কিন সেনা ও স্থাপনার ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘মার্কিন এই হামলায় নিহতরা ইরানপন্থী। এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।’

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ছাড়া বিমান হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

পেন্টাগনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষায় কাজ করবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় হামলা। এর আগে ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়েছিল। 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি