হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কিউবায় তেল কারখানায় বজ্রপাত, নিখোঁজ ১৭ 

কিউবার উত্তর উপকূলে একটি অপরিশোধিত তেল মজুত কারখানায় বজ্রপাত আঘাত হানায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় ১৭ জন অগ্নিনির্বাপক নিখোঁজ রয়েছেন। কারখানাটি থেকে এ পর্যন্ত ৬০০ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে এবং শনিবার বিকেল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে বার্তা সংস্থা এপি কিউবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে তাঁর পরিচয় উদ্ধার করা যায়নি। এপি জানিয়েছে, শনিবার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন।

বজ্রপাতজনিত এই অগ্নিকাণ্ড হয়েছে কিউবার রাজধানী শহর হাভানা থেকে ৬০ মাইল পূর্ব দিকে মাতানজাস প্রদেশের ‘মাতানজাস সুপারট্যাংকার’ নামে পরিচিত তেল কারখানায়। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিউবার জ্বালানি মন্ত্রণালয়ের ছবিতে দেখা গেছে, তেল কারখানাটি থেকে কালো ধোঁয়া ওপরের দিকে উঠে আকাশ ছেয়ে ফেলেছে। 

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ামাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন। আহত অবস্থায় ১২১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৬০০ জনকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া ওই এলাকা থেকে ১ হাজার ৩০০ ব্যক্তি নিজেরাই সরে গেছে। 

কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে একটি তেলের ট্যাংকে আগুনের সূত্রপাত হয়। এরপর শনিবার ভোরের দিকে অন্য একটি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিস্ফোরণ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের ১৭ জন কর্মী নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় ট্যাংকে ৫২ হাজার ঘনমিটার জ্বালানি মজুত ছিল। 

আহতদের মধ্যে কিউবার জ্বালানিমন্ত্রী লিভান আরন্তে ক্রুজও রয়েছেন বলে এক টুইটার পোস্টে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। 

প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাকবলিত কারখানাটি পরিদর্শন করেছেন। এ ছাড়া হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেছেন তাঁরা।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি