উত্তর আমেরিকার দেশ হাইতি থেকে ১৭ জনকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের মধ্যে মার্কিন খ্রিষ্টান ধর্মপ্রচারক ও তাঁদের পরিবারের সদস্যরা রয়েছেন। শনিবার হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সে ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাইতির নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অপহৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৪ জন ও শিশু তিনজন।
পোর্ট-আ-প্রিন্সের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার মিশনারিদের একটি বাস থেকে তাঁদের অপহরণ করা হয়েছে।
মার্কিন সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা অপহরণের এ ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।