Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গ্যাংয়ের দ্বন্দ্বে নিহত ৭৬, এল সালভাদরে জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক

গ্যাংয়ের দ্বন্দ্বে নিহত ৭৬, এল সালভাদরে জরুরি অবস্থা জারি

এল সালভাদরে সহিংস ঘটনায় মাত্র দুই দিনে ৭৬ জন নিহত হওয়ায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল রোববার প্রেসিডেন্ট নায়েব বুকেলের অনুরোধে জরুরি অবস্থা অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। এর আগে সহিংস ঘটনায় গত শুক্রবার ১৪ জন এবং শনিবার ৬২ জন নিহত হয়েছেন মধ্য আমেরিকার ছোট্ট এই দেশটিতে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, এল সালভাদরে সম্প্রতি দলগত সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শুধু শুক্র ও শনিবারেই নিহত হয়েছেন ৭৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রোববার রাস্তায় নামেন এল সালভেদরের পুলিশ ও সেনাবাহিনী। দেশটির সিকিউরিটি ক্যাবিনেট জানিয়েছে, এরই মধ্যে দুটি পৃথক গ্যাংয়ের চার শতাধিক সদস্যকে আটক করা হয়েছে। গ্যাং দুটির নাম মারা সালভাত্রুচা (এমএস-১৩) ও ব্যারিও ১৮। অভিযোগ রয়েছে, এই দুইটি গ্যাংয়ের সদস্যদের মাধ্যমেই সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো ঘটছে। 

এদিকে টুইটারে এক পোস্টে এল সালভাদরের ন্যাশনাল সিভিল পুলিশ জানিয়েছে, ‘অপরাধীদের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ আমরা সহজে থামাব না। অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের অভিযান চলতেই থাকবে। 

এএফপি জানিয়েছে, জরুরি অবস্থা জারির মাধ্যমে উন্মুক্ত সমাবেশ সীমাবদ্ধ করা এবং আদালতের অনুমতি ছাড়া চিঠিপত্র, টেলিফোন কল ও ই-মেইল আদান-প্রদান সীমিত করেছে এল সালভাদর সরকার। 

এল সালভাদরে সহিংস ঘটনায় প্রাণহানি একটি নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। গত বছরের নভেম্বরে সহিংস ঘটনায় তিন দিনে ৪৫ জন নিহত হয়েছিলেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে এল সালভেদরে ১ হাজার ১৪০টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে।

স্টারলিংকের পরিষেবা নিয়ে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ ইলন মাস্কের

বৈশ্বিক মন্দা সামলে হিরো, এবার ট্রাম্পকে সামলাবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী কার্নি

যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়: মার্কিন দূত

কানাডায় ট্রুডো যুগের সমাপ্তি, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

বাংলাদেশসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৭২ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা কানাডার

চীন-রাশিয়াকে ঠেকাতে পরমাণু অর্থায়নে বিশ্বব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের চাপ

ট্রাম্পের হুমকিতে জেগেছে দেশপ্রেম, খাদের কিনার থেকে ফিরছে ট্রুডোর দল

যুক্তরাষ্ট্রের বৃহত্তম কসাইখানা থেকে মাংস কেনা বন্ধ করেছে কানাডা

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানি ও আফগানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প