হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্প প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে সাংবাদিক, সিআইএ প্রধান হচ্ছেন যিনি

অনলাইন ডেস্ক    

পিট হেগসেথ ও জন র‍্যাটক্লিফ। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধানের নাম ঘোষণা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ট্রাম্পের পছন্দ ফক্স নিউজের উপস্থাপক ও সাবেক সেনা কর্মকর্তা পিট হেগসেথ এবং সিআইএ প্রধান হিসেবে বেছে নিয়েছেন জন র‍্যাটক্লিফকে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছেন।

তাঁর মনোনয়নের বিষয়ে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার তালিকাভুক্ত শত্রুদের সতর্ক করতে চাই, পিটের নেতৃত্বে আমাদের সামরিক বাহিনী আবার দুর্দান্ত হয়ে উঠবে এবং আমেরিকা আর কখনোই পিছিয়ে পড়বে না।’

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পিট হেগসেথের নাম ঘোষণার পাশাপাশি ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ—এর প্রধানের নামও ঘোষণা করেছেন গতকাল। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী ২০ জানুয়ারি থেকে। নতুন দায়িত্ব পাওয়া ব্যক্তিরা সেদিন থেকেই তাদের দায়িত্ব শুরু করবেন। আর সেদিন থেকে সিআইএ—এর দায়িত্বভার বুঝে নেবেন জন র‍্যাটক্লিফ।

জন র‍্যাটক্লিফ আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মনোনয়নের বিষয়ে গতকাল এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘সর্বোচ্চ স্তরে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তিনি সব মার্কিনিদের সাংবিধানিক অধিকার আদায়ে এক নির্ভীক যোদ্ধা হবেন এবং তিনি প্রতিরোধ শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবেন।’

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন