তালেবান নেতারা মাস্ক না পরে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসে প্রবেশ করেছেন, ছবি তুলেছেন। এই দৃশ্যে অবাক হয়েছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ নিয়ে শনিবার (২১ আগস্ট) একটি টুইটও করেছেন এ প্রযুক্তি জায়ান্ট।
টুইট পোস্টে তালেবানদের মাস্ক না পরে গাদাগাদি করে বসার একটি ছবি পোস্ট করেছেন মাস্ক। ছবিটিতে লেখা, একজনও মাস্ক পরেনি। এই ছবির ক্যাপশনে মাস্ক লিখেছেন, 'তাঁরা কি ডেলটা ভ্যারিয়েন্ট সম্পর্কে আদৌ জানে? '
প্রসঙ্গত, করোনার শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশ মাস্ক পরার বিষয়ে সচেতন করে আসছিল। মাস্ক না পরলে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। করোনার ডেলটা ভ্যারিয়েন্ট আরও বেশি ভয়ানক।