হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের যে শহরে অস্ত্র না থাকা বেআইনি

অনলাইন ডেস্ক

কেনেসো শহরের একটি বন্দুকের দোকান। ছবি: বিবিসি

কেনেসো নামের এই শহরটি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। ছোট্ট এই শহরে মিষ্টি বিস্কুটের গন্ধ, ট্রেনের শব্দ এবং চিরায়ত কিছু দৃশ্যের পাশাপাশি রয়েছে একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্যও। ১৯৮০ সালের একটি আইন অনুযায়ী, শহরটির প্রত্যেক পরিবারের প্রধানকে বন্দুক এবং গোলাবারুদ রাখতে হবে।

আইনটিতে স্পষ্টভাবে উল্লেখ আছে—‘শহরের নিরাপত্তা, সুরক্ষা এবং বাসিন্দাদের সাধারণ কল্যাণ নিশ্চিত করতে শহরের সীমানার মধ্যে বসবাসকারী প্রতিটি পরিবারের প্রধানের জন্য একটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ রাখা বাধ্যতামূলক।’

তবে শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি কিংবা অতীতে কোনো অপরাধের রেকর্ড থাকলে এই আইন থেকে অব্যাহতি পাওয়া যাবে।

শহরের মেয়র ডেরেক ইস্টারলিং জানিয়েছেন, এই আইনটি লোক দেখানো নয়, সত্যি সত্যি। তবে আইনটি বাস্তবায়নে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বা কোনো শাস্তি দেওয়া হয়নি।

কেনেসো শহরের অনেক বাসিন্দা বিশ্বাস করেন, এই আইনটিই শহরকে সুরক্ষিত রাখছে।

স্থানীয় একটি পিৎজা পারলারের এক গ্রাহক বলেন, ‘অপরাধীদের ভয় পাওয়ারই কথা। কারণ তারা জানে না আপনার কাছে কী অস্ত্র আছে।’

বিবিসি জানিয়েছে, ২০২৩ সালে কেনেসো শহরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। তবে দুটি বন্দুক-সংক্রান্ত আত্মহত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয় গির্জার কর্মী ব্লেক ওয়েদারবি মনে করেন, বন্দুকের চেয়ে বন্দুকধারীদের মানসিকতাই শহরটিতে সহিংস অপরাধ কম হওয়ার কারণ। তিনি বলেন, ‘বন্দুক, চামচ বা জুতা—যে কোনো কিছুর মাধ্যমেই আমরা নিজেদের এবং প্রতিবেশীদের রক্ষা করি।’

জানা গেছে, ১৯৮২ সালে ইলিনয় অঙ্গরাজ্যের মর্টন গ্রোভ শহরে বন্দুক নিষিদ্ধ করা হলে, এর প্রতিবাদ হিসেবে কেনেসো শহরে অস্ত্র রাখার জন্য আইনই করে দেওয়া হয়। শহরটির সেই সময়ের কাউন্সিল সদস্য প্যাট ফেরিস জানান, ওই আইনটি মূলত একটি রাজনৈতিক বিবৃতির উদ্দেশ্যেই তৈরি হয়েছিল।

কেনেসো শহরে বন্দুক সংস্কৃতি একটি গভীর শেকড় গেড়ে বসেছে। ডিয়ারক্রিক গান শপ নামে শহরটির দোকানে দেখা গেছে, সেখানে অ্যান্টিক রাইফেল থেকে শুরু করে আধুনিক এবং সাধারণ সব ধরনের বন্দুক পাওয়া যায়।

ডিয়ারক্রিক গান শপের মালিক জেমস রাবুন বলেন, ‘বন্দুক কেবল আত্মরক্ষার জন্য নয়; অনেকেই এগুলো সংগ্রহ করে শিল্পকর্মের মতো।’

তবে শহরের সবাই যে এই আইনটিকে সমর্থন করেন, তা কিন্তু নয়। শহরটির বর্তমান কাউন্সিল সদস্য ম্যাডেলিন ওরোচেনা আইনটিকে খোঁচা দিয়ে বলেন, ‘এটি এমন একটি মজার তথ্য, যা অনেকেই লজ্জার সঙ্গে এড়িয়ে যেতে চান।’

স্থানীয় বাসিন্দা ক্রিস ওয়েলশ একজন মা এবং শিকারি। তিনি বলেন, ‘এই আইন শুনলে আমি বিব্রত হই।’

ক্রিস চান, শহরের মানুষ বন্দুক আইন নয় বরং শহরের উন্নত পার্ক, স্কুল, এবং সামাজিক মূল্যবোধ নিয়ে গর্ব করুক।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন