Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রুশ হামলার আতঙ্কে ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

রুশ হামলার আতঙ্কে ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

রাশিয়ার বিমান হামলার আতঙ্কে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার ‘সম্ভাব্য গুরুতর বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার’ পর দূতাবাস বন্ধ করে দেশটি।

দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র ইউক্রেন অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শও দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তার পর ইতালি ও গ্রিসও কিইভে নিজ নিজ দূতাবাস বন্ধ করেছে। ফ্রান্সের দূতাবাস অবশ্য এখনো খোলা রয়েছে। তবে তারাও ফরাসি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।

মঙ্গলবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে এই হামলা চালানো হলো। এতে যুদ্ধের নতুন পর্ব শুরু হবে বলে জানিয়েছে মস্কো।

এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল রাশিয়া। মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালালে সেটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হামলা বলে গণ্য করা হবে বলেও মস্কো হুঁশিয়ার দিয়েছিল।

রাশিয়ার এই হুঁশিয়ারির মধ্যেই বুধবার কিইভে অবস্থিত মার্কিন দূতাবাস বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার কথা জানাল।

দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্স বলেছে, ‘ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হবে। আর দূতাবাস কর্মীদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের বিমান হামলার সতর্কতা ঘোষণা করা মাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকার সুপারিশ করছে।

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

হ্যান্ডশেকের মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

কী হবে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে, অধীর অপেক্ষায় কিয়েভের মানুষ

চীনের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের