Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনের স্ত্রী এবং কন্যাসহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

বাইডেনের স্ত্রী এবং কন্যাসহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যাসহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ রাজনৈতিক ও প্রখ্যাত ব্যক্তিদের বিরুদ্ধে ক্রমাগত মার্কিন নিষেধাজ্ঞার বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে ২৫ মার্কিন নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। 

রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞার জবাব হিসেবে ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল মস্কো।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, তালিকায় মেইনের সুসান কলিন্স, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রাসলি, নিউইয়র্কের কিরস্টেন গিলিব্র্যান্ডসহ বেশ কয়েকজন মার্কিন সিনেটরের নাম রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক ও গবেষক এবং যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তারা এই তালিকায় রয়েছেন। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাব হিসেবেই ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। 

চীন-রাশিয়াকে ঠেকাতে পরমাণু অর্থায়নে বিশ্বব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের চাপ

ট্রাম্পের হুমকিতে জেগেছে দেশপ্রেম, খাদের কিনার থেকে ফিরছে ট্রুডোর দল

যুক্তরাষ্ট্রের বৃহত্তম কসাইখানা থেকে মাংস কেনা বন্ধ করেছে কানাডা

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর প্রথম ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানি ও আফগানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প

ভারতে শুল্ক এত বেশি যে, কিছুই রপ্তানি করা যায় না: ট্রাম্প

কানাডা-মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প

ইউক্রেনে বড় হামলার দিনে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইউরোপের বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করছে যুক্তরাষ্ট্র