হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন পাসপোর্ট নবায়ন করতে গিয়ে নাগরিকত্বই হারালেন

আমেরিকায় জন্মগ্রহণ ছাড়াও ৩০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন ৬২ বছর বয়সী সিয়াভাস সোবহানি। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন। সম্প্রতি পাসপোর্ট নবায়ন করতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নাগরিকত্বই বাতিল করা হয়েছে। সোবহানির বাবা ছিলেন এক ইরানি কূটনীতিক। 

ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে সিয়াভাস সোবহানিকে জানানো হয়, শৈশবে তাঁকে ভুল করে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, বাবা-মা কূটনীতিক হলেই স্বয়ংক্রিয়ভাবে কেউ মার্কিন নাগরিকত্ব পাবেন না। 

বিষয়টি একটি ধাক্কার মতো ছিল জানিয়ে ওয়াশিংটন পোস্টকে সোবহানি বলেন, ‘আমি একজন চিকিৎসক। সারা জীবন এখানেই ছিলাম। আমি ট্যাক্স দিয়েছি। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছি। উত্তর ভার্জিনিয়ায় আমি আমার সম্প্রদায়ের সেবা করেছি। কোভিডের সময়ও কাজে ছিলাম। আমার পরিবারকে ঝুঁকির মধ্যে রেখেছি। কিন্তু ৬২ বছর পর যদি আপনাকে বলা হয়, আপনি আর মার্কিন নাগরিক নন, এটা সত্যিই মর্মান্তিক।’ 

জানা গেছে, সোবহানি গত ফেব্রুয়ারিতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার পাসপোর্ট নবায়ন করেছিলেন। কিন্তু এবার তিনি নতুন পাসপোর্ট পাননি। পরিবর্তে পররাষ্ট্র দপ্তর থেকে তাঁকে নাগরিকত্ব বাতিলের খবর জানিয়ে চিঠিটি পাঠানো হয়। 

চিঠিটির ভাষ্য অনুযায়ী, জন্মের সময় সোবহানিকে নাগরিকত্ব দেওয়া উচিত হয়নি। কারণ, তাঁর বাবা ইরান দূতাবাসের একজন কূটনীতিক ছিলেন। নাগরিকত্ব বাতিলের খবর দিয়ে চিঠিতে একটি ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে এবং বৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে সোবহানিকে।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি