হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

‘ট্রাম্পকে ঘৃণা করেন তাঁর স্ত্রী’

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন তাঁর স্ত্রী মেলানিয়া এবং স্বামীকে নয়, কমলা হ্যারিসকে আমেরিকার প্রেসিডেন্ট দেখতে চান তিনি। বিস্ময়কর এমন দাবি করেছেন হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি। তিনি সম্প্রতি মিডিয়াস টাচ নামের একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, মিডিয়াস টাচ পডকাস্টে অ্যান্থনি স্কারামুচি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প (আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে) গোপনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করছেন। মেলানিয়া তাঁর স্বামী ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন। মনে মনে তিনি কমলার জয় কামনা করছেন।’ 

পডকাস্টে উপস্থাপক বেন মেইসেলাসকে স্কারামুচি বলেন, ‘মেলানিয়া ট্রাম্প সম্ভবত আমার চেয়ে অনেক বেশি আগ্রহী কমলা হ্যারিসকে হোয়াইট হাউসে দেখতে। কারণ, তিনি ট্রাম্পকে ঘৃণা করেন। নিজের স্ত্রীও ট্রাম্পকে ঘৃণা করেন।’ 

স্কারামুচির এই মন্তব্য এমন সময় এসেছে, যখন রিপাকলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মেলানিয়া প্রায় অনুপস্থিত ছিলেন। কয়েকটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অনুপস্থিত থাকার পর কেবল একটি সমাবেশে অংশ নিয়েছেন তিনি। বর্তমানে ছেলে ব্যারন ট্রাম্পের শিক্ষাজীবন নিয়ে ব্যস্ত এবং বেশির ভাগ সময় নিউইয়র্কে কাটাচ্ছেন মেলানিয়া। 

এদিকে মেলানিয়ার বিষয়ে স্কারামুচির দাবিকে পুরোপুরি ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। স্কারামুচি একজন ‘উগ্র’ ব্যক্তি বলে মন্তব্য করেন তিনি। 

উল্লেখ্য, অ্যান্থনি স্কারামুচি ২০১৭ সালে মাত্র ১১ দিনের জন্য হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। ২১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি। বেশ কয়েকটি বিতর্কের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বরখাস্ত করেন।

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

সেকশন