Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কুকুর–বিড়ালসহ জীবিত প্রাণী ফ্রিজে রাখতেন তিনি, অবশেষে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কুকুর–বিড়ালসহ জীবিত প্রাণী ফ্রিজে রাখতেন তিনি, অবশেষে গ্রেপ্তার

জীবিত কুকুর, বিড়াল, পাখি ও সাপসহ ১৮৩টি প্রাণী গ্যারেজের ফ্রিজ থেকে পাওয়া যাওয়ায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

দ্য মোহাভে কাউন্টি শেরিফের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ৪৩ বছর বয়সী মাইকেল প্যাট্রিক টারল্যান্ড নামের ওই ব্যক্তির ফ্রিজ থেকে কিছু প্রাণীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে পশুর প্রতি নিষ্ঠুর আচরণের জন্য একাধিক মামলা করা হয়েছে। 

শেরিফের মুখপাত্র অনিতা মরটেনসেন বলেন, ফ্রিজের ছবিগুলো ঘৃণ্য এবং হৃদয় বিদারক। পশুপ্রেমী হিসেবে আমি তাদের দিকে তাকিয়ে কাঁদছিলাম।

 এদিকে এই ঘটনার পর টারল্যান্ডের স্ত্রী ব্রুকলিন বেককে খুঁজছে পুলিশ।

সম্প্রতি এক নারী টারল্যান্ডের কাছে তাঁর কিছু সাপ রেখে এসেছিলেন। কিন্তু টারল্যান্ড ওই সাপ পরে ফেরত না দেওয়ায় এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী। পরে পুলিশ অভিযান চালিয়ে টারল্যান্ডকে গ্রেপ্তার করে। 

ওই নারী জানান, টারল্যান্ডের বাড়ির মালিক অ্যাপার্টমেন্ট পরিষ্কার করার সময় বাড়ির গ্যারেজের একটি ফ্রিজে তাঁর সাপসহ প্রাণীগুলো দেখতে পান। পরে তাঁকে খবর দেওয়া হয়। 

তবে কি কারণে টারল্যান্ড প্রাণীগুলোকে ফ্রিজে রাখতেন সেই কারণ এখনো জানা যায়নি।

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার