হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে স্থলমাইন ব্যবহারের অনুমতি দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন দিতে রাজি হয়েছেন জো বাইডেন। ছবি: এএফপি

একদিন আগে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতির পর এবার ইউক্রেনকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান সৈন্যদের মোকাবেলা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শীঘ্রই এসব মাইন ইউক্রেনে পাঠানো হবে। ওয়াসিংটন আশা করছে, ইউক্রেনের তাদের ভূখণ্ডে এসব মাইন ব্যবহার করবে।

তিনি আরও জানান, ইউক্রেন তাদের ঘনবসতিপূর্ণ এলাকায় এই মাইনগুলি ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার বিমান হামলার আতঙ্কে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার ‘সম্ভাব্য গুরুতর বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার’ পর দূতাবাস বন্ধ করে দেশটি।

দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্স বলেছে, ‘ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হবে। আর দূতাবাস কর্মীদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের বিমান হামলার সতর্কতা ঘোষণা করা মাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকার সুপারিশ করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণার পর ইউক্রেনে ইতালি ও গ্রীসের দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

শেষ সময়ে এসে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন ব্যবহারের অনুমোদন বাইডেন প্রশাসনের জন্য বড় একটি পদক্ষেপ। যা ট্রাম্প ক্ষমতায় আসার আগে ইউক্রেনকে বেশ চাঙ্গা করেছে।

এই ধরনের অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হলেও রাশিয়া আক্রমণের শুরু থেকেই অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন ব্যবহার করছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, ইউক্রেন যেসব মাইন ব্যবহার করবে সেগুলো রাশিয়ার মাইনের মতো নয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো সক্রিয় থাকবে। অর্থাৎ নির্ধারিত সময়ের পর, ৪ ঘণ্টা থেকে ২ সপ্তাহের মধ্যে এগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ৩-৪ ডিসেম্বর অটোয়া কনভেনশনে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন নিষিদ্ধ করে ১২২টি দেশ স্বাক্ষর করেছিলো। কিন্তু রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেউই এতে স্বাক্ষর করেনি।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন