Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নিয়ার হবেন আদানি, প্রথম কে

অনলাইন ডেস্ক

বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নিয়ার হবেন আদানি, প্রথম কে

ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় ভারতীয় ব্যবসায়ী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ৮৪ বিলিয়ন ডলার। এই তালিকা অনুয়ায়ী, বর্তমানে তাঁর চেয়েও বেশি সম্পদশালী রয়েছেন বিশ্বের আরও অন্তত ২০ জন। তবে ইনফরমা কানেক্ট একাডেমির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গৌতম আদানি ২০২৮ সালের মধ্যেই ট্রিলিয়ন ডলার অর্থাৎ ১ হাজার বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবেন! 

এ বিষয়ে সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৮৪ বিলিয়ন ডলারের মালিক আদানির সম্পদ প্রতি বছর ১২২.৮৬ শতাংশ বেড়ে ২০২৮ সালে ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে। কিন্তু ট্রিলিয়নিয়ার হওয়ার এই দৌড়ে আদানি হবেন দ্বিতীয়। তাঁর আগেই এই মাইলফলক স্পর্শ করবেন আরও একজন ব্যক্তি। তিনি আর কেউ নন টেসলা ও স্পেসএক্স মহাকাশ সংস্থার সিইও ইলন মাস্ক। আদানি যখন হাজার বিলিয়নে পৌঁছাবেন, তত দিনে মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ১৯৫ বিলিয়ন ডলার। বর্তমানে পৃথিবী শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৪৪ বিলিয়ন ডলার। 

প্রতিবেদনে বলা হয়েছে, গৌতম আদানির চেয়ে ইলন মাস্কের সম্পদের বৃদ্ধি তুলনামূলকভাবে কিছুটা কম হবে। তবে তাঁর বর্তমান সম্পদ প্রতি বছর ১০৯.৮৮ শতাংশ হারে বেড়ে ২০২৭ সালেই ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে। 

ভারতীয় বিলিয়নিয়ারদের মধ্যে বর্তমানে আদানির চেয়েও বেশি সম্পদের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ এখন ১১৬ বিলিয়ন ডলার। ইনফরমা কানেক্ট একাডেমির মতে, সবকিছু ঠিক থাকলে আম্বানিও ট্রিলিয়নিয়ার হবেন। তবে তাঁর সম্পদ বৃদ্ধির বার্ষিক হার আদানির চেয়ে কম। প্রতি বছর ২৮.২৫ শতাংশ হারে সম্পদ বেড়ে মুকেশ আম্বানির ট্রিলিয়নিয়ার হতে ২০৩৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই সময়টিতে ট্রিলিয়নিয়ার তালিকায় আম্বানি হবেন অষ্টম ব্যক্তি। 

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী হলেও জেফ বেজোস ট্রিলিয়নিয়ার ক্লাবে পৌঁছাতে আম্বানির চেয়েও বেশি সময় নেবেন। কারণ তাঁর বার্ষিক সম্পদ বৃদ্ধির হার ১৫.২৭ শতাংশ। এই হিসেবে বর্তমানে ১৯৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ট্রিলিয়নিয়ার হতে বেজোসের আরও ১২ বছর লেগে যাবে। 

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ অবশ্য ২০৩০ সালের মধ্যেই ট্রিলিয়নিয়ার হবেন। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন ডলার। আর সম্পদ বাড়ছে বার্ষিক ৩৫.৭৬ শতাংশ হারে। 

এদিকে ইলন মাস্ক ও আদানির পর যিনি তৃতীয় ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হবেন বলে আশা করা হচ্ছে তিনি সফটওয়্যার জায়ান্ট এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। চীনা এই ব্যবসায়ী বর্তমানে ৭৭ বিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের ১৮ তম ধনী। তবে তাঁর সম্পদ বৃদ্ধি পাচ্ছে বছরে ১১১.৮৮ শতাংশ হারে।

হোয়াইট হাউসে বসে ট্রাম্পের ‘ভুল’ ধরিয়ে দিলেন মাখোঁ

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট