হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আফ্রিকার ৮ দেশের ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ার জেরে গত মাসে আফ্রিকার আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞা দ্রুতই প্রত্যাহার করা হতে পারে বলে আজ শুক্রবার জানিয়েছে বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ার পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ২৯ নভেম্বর আরোপিত এ নিষেধাজ্ঞার আওতায় ছিল দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসওয়াতিনি, মোজাম্বিক ও মালাবি। এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে ওয়াশিংটন। সে ক্ষেত্রে ৩১ ডিসেম্বরের পর থেকে ওই আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর বাধা থাকবে না।

এ-সম্পর্কিত এক টুইটে হোয়াইট হাউসের মুখপাত্র কেভিন মুনোজ জানান, বাইডেন সাময়িক ওই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছেন, যা ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে আমরা ওমিক্রন ধরনটি বোঝার সময় পেয়েছি। এখন আমরা জানি, আমাদের হাতে থাকা টিকা এর বিরুদ্ধে কার্যকর।’

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি