হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলি সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ঠেকানোর ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। তবে সেনাবাহিনীর কোন ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে মুখ খোলেননি মার্কিন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা যেকোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালানোর সময় মানবাধিকার লঙ্ঘন করায় এই উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কী ধরনের অধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনীর সেই ইউনিট সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি প্রতিবেদনে। 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে। এই ব্যাটালিয়নটি ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ধরনের পদক্ষেপের বিষয়ে অবগত নয়। 

ইসরায়েলি গণমাধ্যমও নেতজা ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেই অনুমান করছে। এই পদাতিক ব্যাটালিয়নটির যাত্রা শুরু ১৯৯৯ সালে। মূলত কট্টর অর্থোডক্স ইহুদি পুরুষদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে, গত শুক্রবার যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে একাধিক ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল রোববার তিনি বলেছেন, ‘আমি সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।’

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি