Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমলাতন্ত্র ভাঙতে ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে মাস্ক ও বিবেক

অনলাইন ডেস্ক

আমলাতন্ত্র ভাঙতে ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে মাস্ক ও বিবেক
ট্রাম্প নিজের প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান আনছেন ইলন মাস্ককে। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্বে ইলন মাস্ককে আনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমলাতন্ত্র ভাঙতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামীকেও একই পদে আনার ঘোষণা দিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক ও মার্কিন উদ্যোক্তা এবং রিপাবলিকান পার্টির নেতা বিবেক রামাস্বামী যৌথভাবে সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্ব দেবেন।

ট্রাম্প বলেছেন, ‘এই দুই বিস্ময়কর আমেরিকান একসঙ্গে আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলার, অতিরিক্ত বিধি-বিধান কমাতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের করার পথ প্রশস্ত করার জন্য কাজ করবেন। এই বিষয়টি “আমেরিকা বাঁচাও”—আন্দোলনের জন্য অপরিহার্য।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। পরে বিজয়ী ভাষণ দেওয়ার সময় সমর্থন দেওয়ার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প এ সময় ইলনকে একজন ‘বিশেষ লোক’ এবং ‘সুপার জিনিয়াস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের নতুন তারকা আছের। ইলন নামে একটি তারার জন্ম হয়েছে। তিনি এক আশ্চর্য লোক।’

ট্রাম্প জানান, নির্বাচনী প্রচারণার সময় ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে তাঁর সঙ্গে অন্তত দুই সপ্তাহ কাটিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘শুধু ইলনই এমনটা করতে পারে। এ কারণেই আমি আপনাকে ভালোবাসি, ইলন।’ উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন।

গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন প্রযুক্তি বিলিয়নিয়ার। পরবর্তীতে নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখার পাশাপাশি প্রচারাভিযানে ১০০ মিলিয়ন ডলারের বেশি অনুদানও প্রদান করেন। রয়টার্সের মতে, ট্রাম্পকে ইলন মাস্কের আর্থিক সমর্থন তাঁর কোম্পানিগুলোকে সরকারি নিয়ন্ত্রণ থেকে রক্ষা করার একটি কৌশল হতে পারে।

হোয়াইট হাউসে বসে ট্রাম্পের ‘ভুল’ ধরিয়ে দিলেন মাখোঁ

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট