অনলাইন ডেস্ক
৯/১১ হামলার দুই দশক উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ভিডিও বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
ভিডিওতে জো বাইডেন বলেন, `আমরা তাদের সবাইকে সম্মান জানাই, যারা ওই হামলার কয়েক মিনিট, ঘণ্টা, মাস এবং বছর পরে তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছিল এবং জীবন দিয়েছিল।'
স্থানীয় সময় শনিবার সকালে নিহতদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নিউইয়র্কে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
এই হামলার পর আমেরিকান মুসলিমদের ওপর হওয়া সহিংসতার কথা স্বীকার করে বাইডেন বলেন, একতাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। আমরা দেখেছি যে একতা এমন একটি জিনিস, যা ভাঙা যায় না।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে শতাব্দীর অন্যতম ভয়াবহ হামলা চালানো হয়। হামলায় ব্যবহৃত তিনটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে। যে ঘটনায় নিহত হন ২ হাজার ৯৯৬ জন। হামলার উদ্দেশ্যে ছিনতাই করা অন্য উড়োজাহাজটি মার্কিন পক্ষ ধ্বংস করতে পেরেছিল।
আরও পড়ুন: