হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনায় মুখে খাওয়ার ওষুধ কিনছে অস্ট্রেলিয়া  

যুক্তরাষ্ট্রের 'মার্ক অ্যান্ড কোম্পানির কাছ থেকে তিন লাখ কোর্স অ্যান্টিভাইরাল করোনা পিল মলনুপিরাভির কিনবে অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদ চ্যানেল নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিসন এ সম্পর্কে আরও বলেন, `করোনা রোগীদের চিকিৎসায় এই পিল যুক্ত করা হলে এটি ভিন্ন তাৎপর্য আমাদের সামনে হাজির করবে। এটির মাধ্যমে আমরা এই ভাইরাসের সঙ্গে সহাবস্থানের জন্য প্রস্তুত হতে পারব।'

সাক্ষাৎকারে মরিসন আরও বলেন, চলতি বছর অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা করোনারোগীদের চিকিৎসায় মলনুপিরাভিরের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষা করবে। তারপর আগামী বছরের প্রথম থেকেই এই পিল পাওয়া যাবে অস্ট্রেলিয়ার বাজারে।

গতকাল সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  চলতি বছর দুই লাখ কোর্স মলনুপিরাভির কিনতে মার্ক অ্যান্ড কোম্পানির সঙ্গে আলোচনা চলছে থাইল্যান্ডের। পিলের জন্য ইতোমধ্যে মার্ককে আগাম বুকিংও দিয়ে রেখেছে দেশটি।

এছাড়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও মালয়েশিয়ায়ও এই পিল কেনার বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। ফিলিপাইনে বর্তমানে মেডিকেল ট্রায়াল চলছে মলনুপিরাভিরের।

জানা গেছে,  এ পর্যন্ত তিনটি মেডিকেল ট্রায়াল পার করেছে মলনুপিরাভির। প্রতিটি ট্রায়ালেই রোগীদের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি দেখা গেছে বলে জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা।

অস্ট্রেলিয়ায় করোনার ডেলটা ধরনের সংক্রমণ বাড়লেও অন্যান্য উন্নত দেশের তুলনায় করোনা রোগী তুলনামূলকভাবে কম শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৮০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৫৭ জন।  

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি