Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হামলার পরিকল্পনা খুদেবার্তায় জানিয়েছিলেন খুনি

অনলাইন ডেস্ক

হামলার পরিকল্পনা খুদেবার্তায় জানিয়েছিলেন খুনি

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, হামলার কয়েক মিনিট আগে হামলার পরিকল্পনার কথা খুদেবার্তায় জানিয়েছিলেন বন্দুকধারী সালভাদর রামোস। তিনি এক মেয়েকে খুদেবার্তায় হামলার পরিকল্পনার কথা জানান। ওই মেয়ে জার্মানির ফ্রাংকফুর্টের বাসিন্দা। 

আইন প্রয়োগকারী সংস্থার বরাতে বিবিসি বলছে, দাদির সঙ্গে ফোনের বিল নিয়ে তর্কের জেরে গুলি চালান সালভাদর রামোস। দাদিকে গুলি চালানোর আগে ও পরে ওই মেয়েকে খুদেবার্তা পাঠান তিনি। দাদিকে গুলি করার পর ওই মেয়েকে সালভাদর রামোস লেখেন, ‘আমি এইমাত্র আমার দাদির মাথায় গুলি চালিয়েছি।’ 

কিছুক্ষণ পর অন্য আরেকটি খুদেবার্তায় বন্দুকধারী লেখেন, ‘আমি স্কুলে গুলি চালাতে যাচ্ছি।’ 

টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানোর ১১ মিনিট আগে সর্বশেষ খুদেবার্তাটি পাঠানো হয়। 

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

ওই মেয়ে সিএনএনকে বলেন, ‘সালভাদর রামোসের সঙ্গে প্রতিদিন আমার কথা হতো। লাইভস্ট্রিমিং অ্যাপ ‘ইউবো’ এবং গেমিং অ্যাপ ‘প্লেটো’র মাধ্যমেও যোগাযোগ হতো।’ 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এআর-১৫ (AR-15) রাইফেল নিয়ে স্কুলে প্রবেশ করে চতুর্থ শ্রেণির একটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালান সালভাদর রামোস। 

কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগে বৈধ পন্থায় দুটি রাইফেল এবং ৩৭৫ রাউন্ড গোলাবারুদ কিনেছিলেন রামোস। 

বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

হ্যান্ডশেকের মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্প-জেলেনস্কির বৈঠক