হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ভিড়ের ওপর উঠল গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৮: ৪৬
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরে জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের উপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। ছবি: ফক্স নিউজ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরে জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বেলা সোয়া ৩টার দিকে ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে এই ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউ অরলিন্সের জরুরি সেবা কর্মসূচি নোলা রেডির কর্মকর্তারা জানান, ঘটনাস্থল অষ্টম ডিস্ট্রিক্টে বহু হতাহতের ঘটনা সামলাচ্ছেন তাঁরা। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটের বড় জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। ৩০ জন আহত হয়েছে এবং ১০ জনের প্রাণহানি ঘটেছে।

ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় খ্রিষ্টীয় নতুন বছর উদ্‌যাপনে বহু মানুষ সমবেত হয়েছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, একটি ট্রাক দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে।

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, দেড় হাজার ফ্লাইট বাতিল

আজই পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

মালিক বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ না করায় ওয়াশিংটন পোস্টের কার্টুনিস্টের পদত্যাগ

ইরানে হামলার প্রস্তুতি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র