হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করল সিএনএন

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করেছে সিএনএন। তিনি দীর্ঘদিন সিএনএনের উপস্থাপক ছিলেন। ডন লেমন নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। টুইট বার্তায় লেমন লেখেন, ‘এ সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।’ তিনি জানান, বরখাস্তের বিষয়টি সরাসরি তাঁকে জানানো হয়নি। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

সোমবার টুইটারে ডন লেমন লেখেন, ‘আমি প্রতিনিধির মাধ্যমে আজ সকালে বিষয়টি সম্পর্কে অবগত হই।’ 

টানা ১৭ বছর সিএনএনে কাজ করা লেমন লেখেন, ‘আমি আশা করেছিলাম কর্তৃপক্ষ বিষয়টি আমাকে সরাসরি জানানোর মতো ভদ্রতা দেখাবে। আমাকে বরখাস্ত করার কোনো সংকেত দেওয়া হয়নি।’ 

সিএনএনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সিএনএনের সঙ্গে লেমনের আর সম্পর্ক নেই। তাঁকে কর্তৃপক্ষের সঙ্গে বসে আলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করেন। 

বিবৃতিতে দীর্ঘ ১৭ বছর সিএনএনে কাজ করার জন্য ডন লেমনকে ধন্যবাদ জানানো হয়। তবে ঠিক কী কারণে লেমনকে বরখাস্ত করা হয়েছে বিবৃতিতে সেটির কারণ উল্লেখ করা হয়নি। 

২০০৬ সালে সিএনএনের যুক্ত হন ডন লেমন। তিনি আট বছরেরও বেশি সময় প্রাইম-টাইম শো ‘ডন লেমন টুনাইট’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান থেকে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালিকে নিয়ে লেমনের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সমালোচনা চলছিল। লেমনকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি