হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করল সিএনএন

অনলাইন ডেস্ক

উপস্থাপক ডন লেমনকে বরখাস্ত করেছে সিএনএন। তিনি দীর্ঘদিন সিএনএনের উপস্থাপক ছিলেন। ডন লেমন নিজেই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। টুইট বার্তায় লেমন লেখেন, ‘এ সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।’ তিনি জানান, বরখাস্তের বিষয়টি সরাসরি তাঁকে জানানো হয়নি। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

সোমবার টুইটারে ডন লেমন লেখেন, ‘আমি প্রতিনিধির মাধ্যমে আজ সকালে বিষয়টি সম্পর্কে অবগত হই।’ 

টানা ১৭ বছর সিএনএনে কাজ করা লেমন লেখেন, ‘আমি আশা করেছিলাম কর্তৃপক্ষ বিষয়টি আমাকে সরাসরি জানানোর মতো ভদ্রতা দেখাবে। আমাকে বরখাস্ত করার কোনো সংকেত দেওয়া হয়নি।’ 

সিএনএনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সিএনএনের সঙ্গে লেমনের আর সম্পর্ক নেই। তাঁকে কর্তৃপক্ষের সঙ্গে বসে আলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করেন। 

বিবৃতিতে দীর্ঘ ১৭ বছর সিএনএনে কাজ করার জন্য ডন লেমনকে ধন্যবাদ জানানো হয়। তবে ঠিক কী কারণে লেমনকে বরখাস্ত করা হয়েছে বিবৃতিতে সেটির কারণ উল্লেখ করা হয়নি। 

২০০৬ সালে সিএনএনের যুক্ত হন ডন লেমন। তিনি আট বছরেরও বেশি সময় প্রাইম-টাইম শো ‘ডন লেমন টুনাইট’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান থেকে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালিকে নিয়ে লেমনের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সমালোচনা চলছিল। লেমনকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন