হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নদীপথে মাত্র ২ জন অভিবাসনপ্রত্যাশীকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ব্রেক্সিট হয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলো থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের ফিরিয়ে দেওয়ার নীতি গ্রহণ করেছিল যুক্তরাজ্য। কিন্তু গত বছর দেশটিতে ছোট ছোট নৌকায় চড়ে ফ্রান্স থেকে ৪৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী এলেও তাদের মধ্যে মাত্র দুজনকে উল্টোদিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

শুক্রবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে নতুন অভিবাসনবিধি প্রবর্তন করেছিল যুক্তরাজ্যর সরকার। এই বিধিমতে, অভিবাসনপ্রত্যাশীরা আশ্রয়ের জন্য আবেদন করতে পারত এমন কোনো নিরাপদ তৃতীয় দেশের মধ্য দিয়ে যদি যুক্তরাজ্যে এসে পৌঁছায়, তবে তাদের ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করতে হবে। 

সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুন পর্যন্ত নদী পার হয়ে আসা ব্যক্তিদের মধ্যে ‘অগ্রহণযোগ্য’ বিধিটি দুজন ছাড়া কারও ক্ষেত্রেই প্রয়োগ করা হয়নি। 

এ ছাড়া যখন থেকে পরিকল্পনাটি চালু হয়েছিল, তখন থেকে মাত্র ৮৩ জন আশ্রয়প্রার্থীকে ‘অগ্রহণযোগ্য’ নীতির আওতায় আনা হয়েছে এবং ২৩ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

এই সময়ের মধ্যে ৯৩ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের উত্তর উপকূল হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছালেও এবং ফ্রান্সসহ অন্য দেশগুলো নিরাপদ হওয়া সত্ত্বেও নীতিটি প্রয়োগ করা সম্ভব হয়নি। 

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অন্য দেশগুলোর সহযোগিতা ছাড়া এই নীতির বাস্তবায়ন সম্ভব নয়। চলতি মাসের শুরুর দিকেই যুক্তরাজ্যের সঙ্গে অভিবাসননীতি-সংক্রান্ত ব্রেক্সিটের আগের ‘ডাবলিন-৩ রেগুলেশন’ প্রতিস্থাপন করতে আলোচনায় অপারগতা প্রকাশ করেছে ইউরোপিয়ান কমিশন। ডাবলিন রেগুলেশন অনুযায়ী, কোনো শরণার্থী আশ্রয়ের আবেদন করলে সেই আবেদন ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেকোনো একটি দেশ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে আশ্রয়প্রার্থী নির্দিষ্ট কোনো দেশকে বেছে নিতে পারবে না। 

ফিরিয়ে না দিতে পারার ব্যর্থতায় যুক্তরাজ্যে বর্তমানে রেকর্ড পৌনে ২ লাখ অভিবাসনপ্রত্যাশী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

সেকশন