যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের ব্যবধানে আরেক বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম মোহাম্মদ আবুল হাশিম। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় শাহারিয়ার আলম লেখেন, যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় বাংলাদেশি নিহতের ঘটনায় আমরা শঙ্কিত। আবুল হাশিম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এর আগে নিহত হন ইয়াজ উদ্দিন আহমেদ। তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা। উচ্চশিক্ষার খরচ চালাতে একটি গ্রোসারি শপে কাজ করতেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ডাকাতির সময় বাংলাদেশি এক ছাত্রকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে। তাঁর নাম ইয়াজ উদ্দিন আহমেদ রমিম (২২)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ইয়াজ উদ্দিন নিহতের ঘটনায় গত বৃহস্পতিবার শোক জানায় ঢাকার মার্কিন দূতাবাস। নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদের বরাত দিয়ে বলা হয়, হামলাকারীরা সম্ভবত রমিমের গাড়ি ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ময়নাতদন্তের পর মরদেহ বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।