Ajker Patrika
হোম > সাক্ষাৎকার

কর দিলেই ডাকাতির টাকা বৈধ হতে পারে না

ফারুক মেহেদী

কর দিলেই ডাকাতির টাকা বৈধ হতে পারে না

কীভাবে কালোটাকা তৈরি হয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিধান কতটা নৈতিক–এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী

আজকের পত্রিকা: খবর বেরিয়েছে, বিদায়ী অর্থবছরে ২০ হাজার কোটি কালোটাকা সাদা হয়েছে। এর মধ্যে ১৭ হাজার কোটিই নগদ টাকা। এটা কতটা বাস্তবসম্মত?

গোলাম রহমান: আসলে নগদ টাকা সাদা হয়েছে, নাকি তা শুধু ঘোষণা–এটা একটা জটিল বিষয়। যদি নগদ টাকার বিষয় আসে, তবে তা বাংলাদেশ ব্যাংকের কাছেই তথ্য আছে—কত টাকা ছাপানো হয়েছে, কত টাকা বাজারে আছে আর কত টাকা তুলে নেওয়া হয়েছে। যখন নগদ টাকার বিষয় আসে, তা ব্যাংকে থাকুক, পকেটে থাকুক, মাটির নিচে থাকুক, তখন অবশ্যই এর ফিজিক্যাল উপস্থিতি আছে ধরে নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে কত হাজার কোটি টাকা সার্কুলেশন হয়, এটা যদি বের করা যায়, তাহলেই বোঝা যাবে, এই ১৭ হাজার কোটি টাকা সাদা করা সম্ভব কি সম্ভব না। এ প্রশ্নটার বোধ হয় উত্তর পাওয়া দরকার। এমনও হতে পারে, আদতে এই ক্যাশ টাকা নেই।

আজকের পত্রিকা: কালোটাকা কীভাবে তৈরি হয়?

গোলাম রহমান: কিছু লোক কর ফাঁকি দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কর ফাঁকি অনেক সময় ইচ্ছে করে দেয়, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে দেয়। জমি বিক্রি করে অনেকে বেশি দামের জমি কম দাম দেখায়। অনেকে টাকা নগদে হাতে নেয়। এর ফলে ওই টাকার কোনো প্রমাণ থাকে না। নিজেরা যোগসাজশ করে টাকাটা নেয়। এভাবে অন্তত ১০ থেকে ১২ শতাংশ টাকার অস্তিত্ব থাকে না কাগজে-কলমে। অর্থাৎ, যে পরিমাণ টাকায় জমি বিক্রি করা হয়, আর যে অঙ্ক কাগজে-কলমে দেখানো হয়, তার মধ্যে যে ফাঁক থাকে, এটাই ফাঁকি। এই টাকাটা পকেটে থেকে যায়। পকেটে মানে তার কাছেই থাকে–ব্যাংকে বা কোনো ফার্মে। যার হিসাব করের খাতায় নেই। এটাই তো কালোটাকা হয়ে গেছে। এভাবে প্রচুর কালোটাকা তৈরি হয়।

আজকের পত্রিকা: কর ফাইলে দেখানো টাকা কি বাস্তবে থাকে, নাকি শুধুই ঘোষণা?

গোলাম রহমান: কিছু লোক যেটা করে, টাকাটা হয়তো তখনো পায়নি, শুধু বিনিয়োগ দেখানোর জন্য কিছু টাকা সরকারের কোষাগারে দিয়ে তা দেখিয়ে দেয়। অনেকের হয়তো বিপুল অঙ্কের টাকা ফাইলে আছে বিনিয়োগের জন্য–এটাও করে কেউ কেউ। অনেকে ফাইলে দেখিয়ে রাখল, কোনোদিন যদি ঘুষ খায়, কোনো অপকর্ম করে টাকা রুজি করে, তখন ফাইলে যেন দেখানো থাকে যে, তিনি এই টাকার কর আগেই দিয়েছেন বা ঘোষণা দিয়ে বৈধ করেছেন।

আজকের পত্রিকা: আপনি দুদকের চেয়ারম্যান ছিলেন। কালোটাকার মালিকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না–আপনার দৃষ্টিতে এটা কতটা নৈতিক?

গোলাম রহমান: হাইকোর্টে চ্যালেঞ্জ করলে এটা বোধ হয় বাতিল হয়ে যাবে। এখন দুদক করবে কি করবে না, এটা আমি জানি না। তবে আমি দুদকে থাকলে করতাম। এটা হয় না, শুধু কর দিলেই অবৈধ টাকা বৈধ হতে পারে না। আপনি ডাকাতি করবেন, আর কর দিলে পরে তা হালাল হয়ে যাবে–এটা হয় না।

ব্যাংক খাতের দেউলিয়াত্ব রোধ করা গেছে

সাংস্কৃতিক জগৎটাই সবচেয়ে বেশি উপভোগের: ইত্যাদিকে মির্জা ফখরুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ বন্ধ হবে ‘না ভোটে’

রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে বোঝাপড়ার ঘাটতি নেই: ড. মুহাম্মদ ইউনূস

সহনীয় শুল্কহারে জ্বালানি খাতে ‘লাভজনক’ আঞ্চলিক বাণিজ্যের পথ দেখালেন জ্বালানি উপদেষ্টা

তিন অনিশ্চয়তা নিয়ে নতুন বছর শুরু হচ্ছে

অভিনয়কে পেশা হিসেবে নেওয়া খুব কঠিন

প্রশ্নের ঊর্ধ্বে উঠবেন এমন ক্ষমতাবান কাউকেই করা যাবে না : আলী রীয়াজ

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

ফেরত না দিলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়বে