হোম > সাক্ষাৎকার

নতুন করদাতার খোঁজে গ্রামগঞ্জে তৎপরতা বাড়াতে হবে

ফারুক মেহেদী

আজকের পত্রিকা: করোনায় রাজস্ব খাতের পথচলাটা কেমন?

ড. সৈয়দ মো. আমিনুল করিম: গত অর্থবছরে রাজস্ব খাতে আয়করে একটা ভালো অবদান রেখেছে অপ্রদর্শিত আয়। আর বকেয়া রাজস্ব আদায়েও বেশ ভালো প্রচেষ্টা ছিল। সরকারি অনেক প্রতিষ্ঠানের কাছে এনবিআরের একটা বড় অংশ রাজস্ব বকেয়া রয়েছে। কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগের কারণে এর একটি অংশ আদায় করা গেছে। আর করোনায়ও রাজস্ব খাত বেশ কার্যকর ছিল। তা ছাড়া, কর্মকর্তাদের মধ্যে উদ্যম ও উদ্দীপনা ছিল। এরই প্রতিফলন ছিল রাজস্ব আয়ে।

আজকের পত্রিকা: করোনার মধ্যেই কেমন হতে পারে চলতি অর্থবছরের রাজস্ব আয়?

ড. সৈয়দ মো. আমিনুল করিম: এই অর্থবছর নিয়ে আমি উদ্বিগ্ন। আমার উদ্বেগ এ কারণে যে, অপ্রদর্শিত আয় দেখানোর উন্মুক্ত সুযোগটি এবার ওই ভাবে নেই। আর চলতি অর্থবছরে বকেয়াও ঠিকমতো আদায় হবে কি না, সন্দেহ রয়েছে। রাজস্ব আয়ের প্রবৃদ্ধি কমে ৩ শতাংশের কাছাকাছি। ব্যবসাপ্রতিষ্ঠানও গতিশীল নয় বরং দুরবস্থার মধ্যে আছে। বিশেষ করে এসএমই খাত। উচিত হবে এসএমই খাতটাকে আরও উজ্জীবিত করা।

আজকের পত্রিকা: বড় করদাতারা কী ঠিকমতো রাজস্ব দিতে পারবে?

ড. সৈয়দ মো. আমিনুল করিম: কিছু বড় খাত বা শিল্পগ্রুপ করোনায়ও যথেষ্ট কার্যকর ছিল, এখনো আছে। এর প্রতিফলনটা রাজস্বে হয়তো দেখা যাবে। মূলত বড়রাই বৃহৎ অংশে রাজস্ব দিয়ে থাকে। তাই যারা ভালো করছে, তাদের রাজস্ব হয়তো স্বাভাবিক থাকবে। তবে অপ্রদর্শিত আয় ঘোষণার সুযোগ কঠিন করে দেওয়ায় রাজস্বে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তাই এদিকে করহার আরও কমানো বা বিকল্প কিছু করা যায় কি না, সেটা সরকার ভেবে দেখতে পারে।

আজকের পত্রিকা: বকেয়া রাজস্ব আদায়ে এনবিআর পিছিয়ে কেন?

ড. সৈয়দ মো. আমিনুল করিম: বকেয়া রাজস্ব আদায়ে প্রথম থেকেই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর বেশ কার্যকরী ছিল। বর্তমানে এডিআর কার্যক্রম প্রায় অচল। এর মাধ্যমে যে রাজস্ব আদায় হতো সেটা এখন প্রায় বন্ধ। আমার মনে হয়, এটাকে গতিশীল করা দরকার। এখানে আইনি পরিবর্তন প্রয়োজন ছিল, সেটা করা হয়নি। যদিও এ সুযোগ এখনো আছে।

আজকের পত্রিকা: করমেলার বিকল্প কী হতে পারে? নতুন করদাতা বাড়ানোর উপায় কী?

ড. সৈয়দ মো. আমিনুল করিম: করোনার কারণে হয়তো বড় পরিসরে আয়কর মেলা সম্ভব হবে না। তবে তা কর অঞ্চল পর্যায়ে করা যায়। আর নতুন করদাতা বাড়াতে গ্রামগঞ্জের গ্রোথ সেন্টারে তৎপরতা বাড়াতে হবে। মাঠপর্যায়ে একজন কর্মকর্তা তিনটা বা চারটা সার্কেলের দায়িত্বে। ফলে সে ঠিকমতো কাজ করতে পারেন না। তাই কাঙ্ক্ষিত রাজস্বও আসে না। মাঠপর্যায়ের সম্ভাবনাময় করদাতাদের আয় কমেনি, বরং বেড়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও কাজে লাগানো যেতে পারে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ বন্ধ হবে ‘না ভোটে’

রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে বোঝাপড়ার ঘাটতি নেই: ড. মুহাম্মদ ইউনূস

সহনীয় শুল্কহারে জ্বালানি খাতে ‘লাভজনক’ আঞ্চলিক বাণিজ্যের পথ দেখালেন জ্বালানি উপদেষ্টা

তিন অনিশ্চয়তা নিয়ে নতুন বছর শুরু হচ্ছে

অভিনয়কে পেশা হিসেবে নেওয়া খুব কঠিন

প্রশ্নের ঊর্ধ্বে উঠবেন এমন ক্ষমতাবান কাউকেই করা যাবে না : আলী রীয়াজ

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

ফেরত না দিলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়বে

অফার দিয়ে লাভ হচ্ছে না

হিন্দুরা কারও রাজনৈতিক ঘুঁটি হবে না, আউটলুক ইন্ডিয়াকে সমন্বয়ক তাপসী

সেকশন