সাক্ষাৎকার

অসম্পূর্ণ কাজ শেষ করতে পারব: টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন ইকরামুল হক টিটু। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সৌগত বসুইলিয়াস আহমেদ

প্রশ্ন: দ্বিতীয়বার মেয়র পদে লড়ছেন, কী বলবেন?
উত্তর: আমি শতভাগ আশাবাদী। ভোটাররা আমার কাজের মূল্যায়ন করে আমাকে ভোট দেবেন। নির্বাচিত হলে আমি আমার প্রক্রিয়াধীন এবং অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে পারব।  

প্রশ্ন: আওয়ামী লীগেরই তিনজন প্রভাবশালী প্রার্থী। এটিকে কীভাবে দেখছেন?
উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সিদ্ধান্ত দিয়েছেন, দলীয় কোনো মনোনয়ন বা প্রতীক থাকবে না। তাই আমাদের দল থেকে একাধিক প্রার্থী হয়েছেন। ভোটাররা এখন যাচাই-বাছাই করে ভোট দেবেন।

প্রশ্ন: নির্বাচন নিয়ে শঙ্কা আছে কি?
উত্তর: আমার কোনো শঙ্কা নেই।

প্রশ্ন: অন্য প্রার্থীদের অভিযোগ, গত পাঁচ বছর সিটির উন্নয়নে তেমন কাজ হয়নি। গুটিকয়েক ঠিকাদার কাজ পাচ্ছে। এ বিষয়ে কী বলবেন? 
উত্তর: এগুলো গুজব। একসময় পত্রপত্রিকায় দেখা যেত যে জোরজুলুম করে টেন্ডার ছিনিয়ে নিচ্ছে। এখন সেই অবস্থা নেই। এখন সব প্রযুক্তিতে হচ্ছে। দেশের যেকোনো প্রান্ত থেকে টেন্ডার নেওয়া যায়।

প্রশ্ন: নির্বাচিত হলে কী করবেন?
উত্তর: যানজট কমিয়ে আনা, জলাবদ্ধতা দূর করা, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন—এগুলোকে গুরত্ব দেব।  

প্রশ্ন: ফল যা-ই হোক, মেনে নেবেন কি?
উত্তর: অবশ্যই। সম্মানিত ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। এই বিশ্বাস রেখেই প্রতিদ্বন্দ্বিতা করছি। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ বন্ধ হবে ‘না ভোটে’

রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে বোঝাপড়ার ঘাটতি নেই: ড. মুহাম্মদ ইউনূস

সহনীয় শুল্কহারে জ্বালানি খাতে ‘লাভজনক’ আঞ্চলিক বাণিজ্যের পথ দেখালেন জ্বালানি উপদেষ্টা

তিন অনিশ্চয়তা নিয়ে নতুন বছর শুরু হচ্ছে

অভিনয়কে পেশা হিসেবে নেওয়া খুব কঠিন

প্রশ্নের ঊর্ধ্বে উঠবেন এমন ক্ষমতাবান কাউকেই করা যাবে না : আলী রীয়াজ

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

ফেরত না দিলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়বে

অফার দিয়ে লাভ হচ্ছে না

হিন্দুরা কারও রাজনৈতিক ঘুঁটি হবে না, আউটলুক ইন্ডিয়াকে সমন্বয়ক তাপসী

সেকশন