Ajker Patrika
সাক্ষাৎকার

শেরপুরে গ্যাসের ব্যবস্থা করতে চাই: মজিবুর রহমান মজনু

শেরপুরে গ্যাসের ব্যবস্থা করতে চাই: মজিবুর রহমান মজনু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। আজকের পত্রিকার প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছেন তিনি।

শেরপুর-ধুনটের রাজনীতিতে গ্রুপিংয়ের বিষয়ে মজনু বলেন, ‘সারা দেশেই বড় রাজনৈতিক দলগুলোতে গ্রুপিং থাকে। তবে এখানে আমি সেই অর্থে গ্রুপিং বলতে নারাজ। আপনি জানেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে এ পর্যায়ে এসেছি। এর আগে ২০০১ সালে আমি দলীয় মনোনয়ন পেলেও একজন বিদ্রোহী প্রার্থীর কারণে সংসদ নির্বাচনে হেরেছি। কিন্তু কারও সঙ্গে আমার কোনো বৈরিতা ছিল না। ২০০৮ সাল থেকে পরপর যিনি দলীয় মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন, তাঁর মধ্যে রাজনৈতিক সদাচারের অভাব ছিল। তাই সুবিধাবাদী কিছু চক্র তাঁর সঙ্গে থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। আমি ধৈর্যের সঙ্গে সেসব মোকাবিলা করে দলীয় শৃঙ্খলা অটুট রেখেছি। এখন আমি নির্বাচিত হওয়ার পর এখানে আর কোনো গ্রুপিং নেই। আমি সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।’

শেরপুরের যানজট নিয়ে তিনি বলেন, ‘শুরুতে পরিকল্পনায় শেরপুরে ফ্লাইওভার থাকলেও পরে বিশ্বব্যাংক কেন এটা বাদ দিয়েছে, তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট দপ্তর এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছি। অচিরেই সরকারের নিজস্ব অর্থায়নে শেরপুর শহরে ফ্লাইওভার নির্মাণ করা হবে।’

শেরপুর-ধুনটের সার্বিক উন্নয়ন বিষয়ে মজনু বলেন, ‘গত ১৫ বছরে সারা দেশের মতো শেরপুর-ধুনটেও মানুষের জীবনমানের সঙ্গে রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনে বাঙালি নদীর ঝাঁঝর ও সুঘাট এলাকায় ব্রিজ নির্মাণ এবং শেরপুরে গ্যাসের সংযোগের ব্যবস্থা করতে চাই।’

এলাকার শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য বর্তমান সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করেছে। এ ছাড়াও সরকারিভাবে মিনি স্টেডিয়াম তৈরি করার নির্দেশনা আছে। আমি সেটা বাস্তবায়নের চেষ্টা করব। শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঐতিহ্য বেশ পুরোনো। কিন্তু সঠিকভাবে পরিচর্যার অভাবে কিছুটা ভাটা পড়েছে। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করেছি। এখনো চেষ্টা অব্যাহত থাকবে—বলেন সংসদ সদস্য মজিবুর রহমান মজনু। 

পরিশেষে এলাকার জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ জন্য আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার সার্বিক উন্নয়ন করে জনগণের আস্থার মর্যাদা রাখতে চাই।’ 

শিক্ষানবিশেরাও কাজের জন্য আবেদন করতে পারেন

ভারত নির্ভরতা কাটাতে নীতি তৈরি করেছি: ফয়েজ আহমদ তৈয়্যব

ব্যাংক খাতের দেউলিয়াত্ব রোধ করা গেছে

সাংস্কৃতিক জগৎটাই সবচেয়ে বেশি উপভোগের: ইত্যাদিকে মির্জা ফখরুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ বন্ধ হবে ‘না ভোটে’

রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে বোঝাপড়ার ঘাটতি নেই: ড. মুহাম্মদ ইউনূস

সহনীয় শুল্কহারে জ্বালানি খাতে ‘লাভজনক’ আঞ্চলিক বাণিজ্যের পথ দেখালেন জ্বালানি উপদেষ্টা

তিন অনিশ্চয়তা নিয়ে নতুন বছর শুরু হচ্ছে

অভিনয়কে পেশা হিসেবে নেওয়া খুব কঠিন

প্রশ্নের ঊর্ধ্বে উঠবেন এমন ক্ষমতাবান কাউকেই করা যাবে না : আলী রীয়াজ