হোম > সাক্ষাৎকার

পাট থেকে পলিথিন বানানোর পদক্ষেপ সম্ভাবনাময়

ফারুক মেহেদী

পাট থেকে পরিবেশবান্ধব পলিথিন বানানোর প্রকল্পের কী অবস্থা? কেন এখনো এর ব্যাপক প্রসার হয়নি? এখানে অর্থায়ন কোনো বাধা কি না? এসব বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন পাট থেকে পরিবেশবান্ধব পলিথিনের আবিষ্কারক ও বিজেএমসির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমেদ খান। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী

আজকের পত্রিকা: পাট থেকে পলিথিন বানানোর উদ্যোগটা কোন পর্যায়ে আছে? 
মোবারক আহমেদ খান: আমরা ইতিবাচক পথেই আছি। তেমন সমস্যা নেই। লকডাউনের কারণে একটু ধীরগতি। তারপরও এ সময়ে আমরা কাজ করে প্রায় এক টনের মতো উৎপাদন সক্ষমতা অর্জন করেছি। কিছু নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিনেছি। উৎপাদনের জন্য উপযোগী করেছি। উৎপাদনের জন্য আরও কিছু সহায়ক কাজ করেছি, ফলে এখন যে কেউ চাইলে নিজেরাও উৎপাদন করতে পারবে। 

আজকের পত্রিকা: এত সময় পরেও এর অগ্রগতি কম কেন? 
মোবারক আহমেদ খান: আমরা ২০১৬ সালে প্রথম আনুষ্ঠানিকভাবে এই আবিষ্কারের কথাটি বলি। পরে তখনকার পাটমন্ত্রী মির্জা আজম এটার প্রচার ও প্রসারে ব্যাপক উদ্যোগ নেন। যে কারণে আমরা দ্রুত অনেকটা পথ এগিয়ে গিয়েছিলাম। তবে লকডাউনের কারণে কিছুটা ধীরগতিতে এগিয়েছি এটা সত্য। এতে কারও হাত নেই। এ সময়ে জলবায়ু পরিবর্তনের টাকাও পেয়েছিলাম, খরচ করতে পারলাম না। পরে আরও সময় বাড়ানো হলো। তবে বলতে পারেন কারও গাফিলতি নেই। 

আজকের পত্রিকা: বেসরকারি খাতে এতে কীভাবে জড়াতে পারে? 
মোবারক আহমেদ খান: চাহিদা অনেক। সরকার তো তার মতো করে কাজ করছে। সরকারের বেশি কিছু করার নেই। মূলত এটা বেসরকারি খাতেরই করার কথা। তারা চাইলে যেকোনো সময় বাণিজ্যিকভাবে এটাকে সামনে নিয়ে যেতে পারে। একটি হলো তারা সরকারের সঙ্গে দেন-দরবার করে কীভাবে করবে তা ঠিক করে নিতে পারে। আরেকটি হলো, তারা বিজেএমসির সঙ্গে আলোচনা করতে পারে। এভাবে হবে কাজটা। 

আজকের পত্রিকা: মূল চ্যালেঞ্জটা কী? 
মোবারক আহমেদ খান: চ্যালেঞ্জ যেটা হলো, এর যন্ত্রপাতিগুলো কাস্টমাইজড করতে হয়। মূলত যারা ব্যাপক হারে উৎপাদনে যেতে চায়। বিশেষ করে ১০ বা ২০ টন বা ৫০ টন উৎপাদন করবে যারা। এখন তো আমরা ছোটখাটো একটা  মানুষকে দেখানোর জন্য করছি। আমরা দেখাচ্ছি যে এভাবে মেশিন বানাতে হবে। এভাবে করলে উৎপাদন বাড়ানো যাবে ইত্যাদি। মোটকথা, যারা উৎপাদনে যাবে, তাদের বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে বা দেশের ইঞ্জিনিয়ার দিয়ে মেশিনকে কাস্টমাইজড করার চ্যালেঞ্জটা নিতে হবে। 

আজকের পত্রিকা: এর কাঙ্ক্ষিত প্রসার ও প্রচার হচ্ছে না কেন? 
মোবারক আহমেদ খান: এটা যে একটা সম্ভাবনাময় বিজনেস মডেল, এটা বেসরকারি খাত বা দেশি-বিদেশি উদ্যোক্তাদের জানাবে গণমাধ্যম। এখনো আসছে না যে তা নয়। দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে। অনেকে যেটা হিসাব করে তা হলো আজকে আমরা ব্যাংকঋণ নেব, ব্রেক ইভেনে আসতে সময় লাগবে এক থেকে দেড় বছর। বিদেশিরা এসে এ দেশের আমলাতন্ত্র দেখে ভয় পায়। 

আজকের পত্রিকা: অর্থায়নই এর বড় সমস্যা কি না? 
মোবারক আহমেদ খান: তবে মন্ত্রণালয়ের উদ্যোগটা আরও শক্ত হতে হবে। এরই মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি আমার সঙ্গে বৈঠক করেছে। তারা খুবই ইতিবাচক। তারা ৫০০ কোটি টাকার মতো এ খাতে অর্থায়ন করতে চায়। এটা তো এডিবির কাছে কোনো টাকাই নয়! এমনকি এটা বাংলাদেশ সরকারের কাছে কিংবা অনেক ব্যবসায়ীর কাছেও এটা কোনো বড় অঙ্কের টাকা নয়। 

আজকের পত্রিকা: কেন বেসরকারি খাত এতে যুক্ত হবে? 
মোবারক আহমেদ খান: আমার কথা হলো এটাকে একটি সিঙ্গেল ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। এটা বিজেএমসির আওতায় থাকলে হবে না। কারণ, বিজেএমসি এর পেছনে টাকা খরচ করতে ভয় পায়। এটা হয় সরকার, না হয় বেসরকারি খাত আর না হলে পিপিপির আওতায় এগিয়ে নিতে হবে।  বিজেএমসির মিল-কারখানাগুলো বন্ধ হয়ে পড়ে আছে। কারখানার প্রচুর জায়গা আছে। জায়গার সমস্যা নেই। এখন কোনো উদ্যোক্তাকে বা বিদেশি বিনিয়োগকারী সরকারের সঙ্গে দর-কষাকষি করে এটাকে এগিয়ে নিলেই এর প্রসার হবে। 

আজকের পত্রিকা: আমলাতন্ত্রই এর জন্য বাধা কি না? 
বিডার সঙ্গে সভা করে বিদেশি বেশ কিছু বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করেছে। পাটমন্ত্রীর সঙ্গেও সভা করেছে। তারা মনে করে সরকারকে তারা বোঝাতে পারবে না। তারা কী বোঝাতে চায় আমি জানি না। তারা আমাকেও কিছু বলেনি। এর মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী গেল, সচিবও আসে যায়। একেকজন আসে, একেক রকম চিন্তা-ভাবনা করে চলে যায়। তাদের নতুন করে বোঝাতে হয়। চেয়ারম্যান এলে তাকেও নতুন করে সব বলতে হয়। তারা যে এর জন্য একটা ঝুঁকি নেবে এটা হয় না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ বন্ধ হবে ‘না ভোটে’

রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে বোঝাপড়ার ঘাটতি নেই: ড. মুহাম্মদ ইউনূস

সহনীয় শুল্কহারে জ্বালানি খাতে ‘লাভজনক’ আঞ্চলিক বাণিজ্যের পথ দেখালেন জ্বালানি উপদেষ্টা

তিন অনিশ্চয়তা নিয়ে নতুন বছর শুরু হচ্ছে

অভিনয়কে পেশা হিসেবে নেওয়া খুব কঠিন

প্রশ্নের ঊর্ধ্বে উঠবেন এমন ক্ষমতাবান কাউকেই করা যাবে না : আলী রীয়াজ

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

ফেরত না দিলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়বে

অফার দিয়ে লাভ হচ্ছে না

হিন্দুরা কারও রাজনৈতিক ঘুঁটি হবে না, আউটলুক ইন্ডিয়াকে সমন্বয়ক তাপসী

সেকশন