ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন এহতেসামুল আলম। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সৌগত বসু ও ইলিয়াস আহমেদ।
প্রশ্ন: এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন, কেমন মনে হচ্ছে?
উত্তর: ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি। গত বুধবার সারা শহর অটোরিকশা দিয়ে ঘুরেছি। সবাই অভিবাদন জানিয়েছেন। ১০ বছর কিছুই হয়নি। মানুষ তাই আমাকে সাড়া দিচ্ছেন।
প্রশ্ন: চলমান বিরোধ কী ভোটে প্রভাব ফেলবে?
উত্তর: কোনো বিরোধ নেই। জনগণ ঐক্যবদ্ধ। তাঁরা ভোট দেবেন।
প্রশ্ন: সাবেক মেয়রের কাজ কীভাবে দেখেন?
উত্তর: তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। নতুন সংযুক্ত ১২টি ওয়ার্ডের মানুষ অসহায় হয়ে গেছেন। তাঁরা নিজেরা মেয়র, নিজেরাই ঠিকাদার হয়েছেন। টাকার পাহাড় বানিয়েছেন।
প্রশ্ন: ভোট কি সুষ্ঠু হবে?
উত্তর: আশা করছি, সুষ্ঠু হবে। আশা করব, প্রশাসন নিরপেক্ষ জায়গা থেকে কাজ করবে। কোনো পক্ষ বানচাল করতে চাইলে জনগণ জবাব দেবে।
প্রশ্ন: দলীয় মার্কা না থাকায় কি ভোট কম পড়বে?
উত্তর: না, এমন হবে না। কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১৫০ জনের ওপরে। তাঁরা ভোটার টেনে আনবেন কেন্দ্রে।
প্রশ্ন: ভোটের ফল মেনে নেবেন?
উত্তর: জনগণ যাঁকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। তাই মেনে নেব।
প্রশ্ন: নির্বাচিত হলে প্রথমে কী করবেন?
উত্তর: হোল্ডিং ট্যাক্স কমাব। এটি বোঝা হয়ে গেছে জনগণের ওপর।