Ajker Patrika
হোম > ইসলাম

তুরস্কে বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

ইসলাম ডেস্ক 

তুরস্কে বাংলাদেশি হাফেজের বিশ্বজয়
রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন হাফেজ মুয়াজ মাহমুদ। ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। গত বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুয়াজের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এর আগে, গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

মুয়াজ ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের ছাত্র। এর আগে, গত ২১ আগস্ট মুয়াজ পবিত্র মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশি কোনো হাফেজ এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতার কথা তুলে ধরে বিজয়ীদের প্রশংসা করেন।

রোজাদারদের ইফতার করালে যে সওয়াব

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

যে ৫ শর্তে রমজানের রোজা রাখা ফরজ

তারাবির নামাজ আদায়ে যত সওয়াব

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

খোশ আমদেদ মাহে রমজান

আরব বিশ্বে রমজানের ৬ ঐতিহ্য

রমজানের দিনগুলো যেভাবে কাটাবেন

আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চাঁদ দেখা যাবে কি

সালাতুল হাজত আদায়ের পদ্ধতি