হোম > ইসলাম

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

ইসলাম ডেস্ক 

ফাইল ছবি

অনেক সময় দেখা যায়, মুসল্লিরা সতর ঢাকার বিষয়ে সতর্ক থাকেন না। অনিচ্ছা সত্ত্বেও পোশাকের কারণে সতর খুলে যেতে পারে। যেমন যেসব পুরুষ শার্ট-প্যান্ট পরিধান করেন, তাঁদের ক্ষেত্রে এমনটি হতে পারে। শার্টের নিচের দিকের দৈর্ঘ্য কম হওয়া এবং টাইট প্যান্টের কারণে সিজদায় গেলে সতরের কিছু অংশ দেখা যেতে পারে। এসব ক্ষেত্রে নামাজের ক্ষতি হতে পারে।

কারণ নামাজে পুরুষের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নারীদের মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গ ঢেকে রাখা ফরজ। তবে বিনা ওজরে পুরুষের মাথা, পেট-পিঠ, হাতের কনুই খোলা রেখে নামাজ পড়লে তা আদায় হবে; তবে মাকরুহ হবে। (ফতোয়ায়ে হিন্দিয়া ১ / ১০৬)

ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায় এবং তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না। যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে, তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না।’ (রদ্দুল মুহতার ১ / ৩৭৯)

নারীদের সতরের অন্তর্ভুক্ত, একটি চুলের এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে গেলেও নামাজ নষ্ট হয়ে যাবে। (তাবয়িনুল হাকায়েক: ১ / ৯৭)

পাতলা পোশাক, যাতে বাইরে থেকে ভেতরের অঙ্গগুলোর রং দেখা যায় তা দিয়েও নামাজ শুদ্ধ হবে না। (রদ্দুল মুহতার ১ / ৩৮১)।

তাই নিচে প্যান্ট পরিধানকারী, যাদের সতরের অংশবিশেষ খুলে যায়, তাদের নামাজ হচ্ছে কি না, তা ভাবার বিষয়। শর্তের মারপ্যাঁচে শুদ্ধ হলেও তা যে মাকরুহ হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।

হাদিসের গল্প: পিঁপড়ার বাসা জ্বালিয়ে দেওয়ায় আল্লাহর অসন্তুষ্টি

ইবনে রুশদ: মুসলিম বিশ্বে অ্যারিস্টটলের প্রথম ব্যাখ্যাকার

শবে কদরের খোঁজে

ইতিকাফের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম সংস্কৃতিতে বিড়াল পোষার রীতি

ফিতরা কি টাকা দিয়ে আদায় করা যাবে

জাকাত কি রমজান মাসেই দিতে হয়

নারীদের সম্পর্কে নবীজির সতর্কতা

হাদিসের গল্প: সংখ্যাধিক্যে মুগ্ধতা এবং আল্লাহর অসন্তুষ্টির গল্প

ইবনে বতুতা: এক বিশ্বপর্যটকের বিস্ময়কর জীবন