Ajker Patrika
হোম > ইসলাম

ইবাদতের গুণগত মান জরুরি

আবদুল আযিয কাসেমি

ইবাদতের গুণগত মান জরুরি

আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দিয়েছেন। করণীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ একটি গুণ অর্জন করা অপরিহার্য। তা হলো ইহসানের গুণ। ইহসান অর্থ হলো কোনো কাজ সর্বোচ্চ পর্যায়ের সুন্দর ও নিখুঁতভাবে সম্পাদন করা।

হাদিসে বর্ণিত হয়েছে, ‘যখন তোমরা হত্যা করবে, তখন উত্তমরূপে করবে। (অর্থাৎ যুদ্ধের প্রয়োজনে শত্রুকে হত্যা করতে হলে উত্তমরূপে করো। তার লাশকে অসম্মান কোরো না। অঙ্গ বিকৃত কোরো না।) আর যখন পশু জবাই করবে, তখন উত্তমরূপে জবাই করবে। (অর্থাৎ জবাইয়ের সময় পশুকে কষ্ট দেবে না। ছুরি যেন খুব ধারালো হয়। সহজেই যেন জবাই সম্পন্ন হয়।)

আল্লাহ তাআলার কাছে আমলের পরিমাণের চেয়ে গুণগত মানই বেশি গুরুত্বপূর্ণ। পরিমাণের বিশেষ কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি সেই সত্তা, যিনি জীবন ও মৃত্যু এ জন্য সৃষ্টি করেছেন, যেন তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি সুন্দর।’ (সুরা মুলক: ২)

এই গুণগত মানকেই ইসলামের পরিভাষায় ইহসান বলা হয়। হাদিসে জিবরাইল নামে খ্যাত এক হাদিসে এসেছে, জিবরাইল নবীজি (সা.)কে জিজ্ঞেস করলেন, ‘ইহসান কী?’ জবাবে নবীজি বললেন, ‘এমনভাবে ইবাদত করা, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো, অথবা অন্ততপক্ষে এই অনুভূতি যেন থাকে, আল্লাহ তোমাকে দেখছেন।’ ‍ (সহিহ মুসলিম)

আয়াত ও হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আমল যদি মানসম্মত না হয় এবং নিষ্প্রাণ হয়, তবে সেই আমল দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। পক্ষান্তরে অল্প আমল সত্ত্বেও যদি সে আমল মানসম্পন্ন হয়, তবে তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কার্যকর মাধ্যম বলে বিবেচিত হবে।

লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

৫ কারণে রোজা না রাখার অনুমতি আছে

সুফিয়ান সাওরি: দুনিয়ার মোহ ত্যাগ করা জ্ঞানীদের অগ্রপথিক

যে ৭ কারণে রোজা নষ্ট হয়

হাদিসের গল্প: এক সন্তান নিয়ে দুই নারীর ঝগড়া ও বিচার

সেহরির তাৎপর্য, গুরুত্ব ও বিধান

রোজার নিয়ত করবেন যেভাবে

সৎকর্মের কল্যাণে বেঁচে ফেরা বনি ইসরাইলের ৩ নেককার

ইমাম মুসলিম: হাদিস সংকলন ও সংরক্ষণের কিংবদন্তি ব্যক্তিত্ব

ইফতারের বিশেষ আদব ও দোয়া

ইমাম বুখারি: বিশুদ্ধ হাদিস সংকলনের শ্রেষ্ঠ কারিগর