আবদুল আযীয কাসেমি
রাস্তায় চলাচল করা আমাদের জীবনের অতি জরুরি ও মৌলিক একটি অনুষঙ্গ। সড়ক ও রাস্তার মাধ্যমেই আমাদের যোগাযোগব্যবস্থা সহজ ও দ্রুততর হয়েছে। জীবন গতি লাভ করেছে। এটি আল্লাহ তাআলার মহামূল্যবান একটি নিয়ামত। আল্লাহ তাআলা এ নিয়ামতের কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়ে নিজের আনুগত্যের প্রতি আহ্বান করেছেন।
এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘এবং ভূমিতে সুদৃঢ় পাহাড়-পর্বত সৃষ্টি করেছি, যেন তা তাদের নিয়ে হেলে না পড়ে। এবং তাতে সৃষ্টি করেছি প্রশস্ত পথসমূহ, যাতে তারা গন্তব্যস্থানে পৌঁছাতে পারে।’ (সুরা আম্বিয়া: ৩১) আরেক আয়াতে ইরশাদ হয়েছে, ‘তিনিই সেই সত্তা, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানাস্বরূপ এবং তাতে তোমাদের জন্য বহু রাস্তা সৃষ্টি করেছেন।’ (সুরা তহা: ৫৩)
প্রতিটি নিয়ামতের শোকর আদায় করা হয় তার হক আদায়ের মাধ্যমে। সড়ক ও রাস্তা আমাদের জন্য নিয়ামত। সুতরাং এর হক আদায়ের মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে। সড়কের যত হক আছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হক হলো সড়ককে পরিচ্ছন্ন, সুগম ও চলাচলের উপযোগী রাখা। যত্রতত্র ময়লা ফেলে সেটাকে নোংরা না করা। কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখলে নিজ দায়িত্ব মনে করে সেটা সরিয়ে দেওয়া। এ বিষয়টিকে ইমানের সর্বনিম্ন শাখা বলা হয়েছে।
হাদিস শরিফে নবী (সা.) বলেন, ‘ইমানের ৭০টির অধিক শাখাপ্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ-এর সাক্ষ্য প্রদান করা। এবং এর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এবং লজ্জা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা।’ (বুখারি: ৯)
সড়ক নোংরা করার মাধ্যমে পথচারীরা কষ্ট পায়। এটা মুসলমানদের কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। বলাবাহুল্য, যেকোনো মুসলমানকে বিনা কারণে কষ্ট দেওয়া হারাম। অতএব, আমাদের ইমানি দায়িত্ব হলো, সড়ককে পরিচ্ছন্ন, সুগম ও চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা।
লেখক: আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক