হোম > ইসলাম

নামাজ ভঙ্গের ১৮ কারণ

ইসলাম ডেস্ক

নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে মনোযোগ ধরে রাখা অবশ্য কর্তব্য। এমন কিছু কাজ রয়েছে, নামাজরত অবস্থায় তা করলে নামাজ ভেঙে যায়। এখানে তেমনই গুরুত্বপূর্ণ ১৮টি কারণ তুলে ধরা হলো:

. নামাজে পবিত্র কোরআন তেলাওয়াতে এমন ভুল করা, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। 
২. নামাজে অন্য কথা বলা। 
৩. নামাজরত অবস্থায় সালাম দেওয়া। 
৪. সালামের উত্তর দেওয়া। 
৫. ব্যথা কিংবা দুঃখে উহ্-আহ্ শব্দ করা। 
৬. বিনা কারণে কাশি দেওয়া। 
৭. আমলে কাসির করা। আমলে কাসির হলো, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া, যে কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে, ওই ব্যক্তি নামাজরত নয়। 
৮. দুনিয়াবি কোনো বিপদে কিংবা বেদনায় শব্দ করে কান্না করা। 
৯. তিন তাসবিহ্ পরিমাণ সতর খোলা থাকা। 
১০. হাঁচির জবাব দেওয়া। 
১১. সুসংবাদ বা দুঃসংবাদের প্রত্যুত্তর করা। 
১২. অপবিত্র জায়গায় সেজদা করা। 
১৩. কিবলার দিক থেকে বুক ঘুরে যাওয়া। 
১৪. নামাজে কোরআন শরিফ দেখে পড়া। তবে কেউ কেউ এ ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন। 
১৫. নামাজে শব্দ করে হাসা। 
১৬. নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাজহাবের ভিন্নমত রয়েছে। 
১৭. নামাজরত অবস্থায় পানাহার করা। 
১৮. ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে। 
এগুলো বহুল প্রচলিত কয়েকটি কারণ, যার মাধ্যমে নামাজ ভেঙে যায়। এ ছাড়াও নামাজ ভঙ্গের আরও অনেক কারণ রয়েছে। 

চার দশক বুখারি শরিফ পড়ানো শাইখুল হাদিস মাহবুবুল হক কাসেমীর ইন্তেকাল

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিমের ইন্তেকাল

ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও পরকালীন পুরস্কার

আজকের নামাজের সময়সূচি: ১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের কারণে এগিয়ে এল কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা

শুরু হচ্ছে পুষ্টি ভার্সেস অব লাইট সিজন-২ কোরআন প্রতিযোগিতা

প্রবীণ সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দি আর নেই

অপমৃত্যু থেকে রক্ষা করে যে আমল

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি