হোম > ইসলাম

সুরা ইসরায় সন্তানের ৬ কর্তব্য

হুসাইন আহমদ

মা-বাবার প্রতি সন্তানের অনেক দায়িত্ব রয়েছে। ইসলাম এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনের সুরা বনি ইসরা তথা বনি ইসরাইলের দুটি আয়াতে সন্তানের ৬টি কর্তব্যের কথা বর্ণিত হয়েছে। 

এক. উত্তম আচরণ: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আপনার রব আদেশ দিয়েছেন, তিনি ছাড়া আর কারও ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে।’ (সুরা বনি ইসরাইল: ২৩) 

দুই. বিরক্ত না হওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের (বাবা-মাকে) ‘উফ’ শব্দটিও বলো না।’ (সুরা বনি ইসরাইল: ২৩) 

তিন. ধমক না দেওয়া: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা তাদের ধমক দিও না।’ (সুরা বনি ইসরাইল: ২৩) 

চার. সুন্দর করে কথা বলা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, তাদের সঙ্গে সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলো।’ (সুরা বনি ইসরাইল: আয়াত: ২৩) অর্থাৎ তাদের সঙ্গে নম্র আচরণ করো। তাদের সামনে কখনো নিজেকে কঠোর করিও না। কেননা মা-বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আর মা-বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। 

পাঁচ. বিনয়ী আচরণ করা: পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলার নির্দেশ, আর তাদের সামনে ভালোবাসার সঙ্গে, নম্রভাবে মাথা নত করে দাও।’ (সুরা বনি ইসরাইল: ২৩) অর্থাৎ মা-বাবার সামনে নিজেকে এমনভাবে উত্থাপন করো, যেন তুমি তাদের কাছে দুর্বল। তাদের কথার ওপর কথা বলার সামর্থ্যটুকুও তোমার নেই। তাদের উভয়কে জীবনের চেয়ে বেশি ভালোবাসো। 

ছয়. দোয়া করা: তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়ে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)

হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

কোরআনে ইসলাম প্রচারকের অপরিহার্য ৫ গুণ

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

সেকশন