হোম > ইসলাম

হাঁচির সময়ের তিনটি দোয়া

ইসলাম ডেস্ক 

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৮: ৩০

হাঁচি দেওয়ার পর দোয়া পড়া সুন্নত। নবীজি (সা.) এ বিষয়ে সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা বলবেন, ‘আলহামদুলিল্লাহ’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর।’ এরপর যিনি হাঁচি শুনবেন, তিনি বলবেন, ‘ইয়ারহামুকাল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ আপনাকে রহম করুন।’ তখন হাঁচিদাতা ফের বলবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম।’ অর্থ: ‘আল্লাহ আপনাদের সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।’ (বুখারি, হাদিস: ৫৮৭০)

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নবীজির শানে শব্দ প্রয়োগে সতর্কতা

কোরআনের আলো বিলাচ্ছেন দৃষ্টিহীন হাফেজ রুমান

তীব্র শীতে মুমিনের অনুভব ও দোয়া