হোম > ইসলাম

মুমিন হয়েও পরকালে শাস্তি পেতে হবে যাদের

মাহমুদ হাসান ফাহিম

আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাসমতে, কোনো ইমানদার ব্যক্তি কাফেরদের মতো চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। হাদিসের বর্ণনা অনুযায়ী, ৩৪ শ্রেণির গুনাহগার মুসলমানের কথা পাওয়া যায়, যারা পরকালীন জীবনের শুরুতে কৃত অপরাধের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করবে, এরপর জান্নাতে প্রবেশ করবে। যথা—

১. প্রতিবেশীকে কষ্ট দানকারী (সহিহ মুসলিম: ৬৬)। ২. অহংকারী (সহিহ মুসলিম: ১৩১)। ৩. পরচর্চাকারী (সহিহ মুসলিম: ১৫১)। ৪. আত্মহত্যাকারী (সহিহ বুখারি: ৫৪৪২)। ৫. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী (সহিহ বুখারি: ৫৫২৫)। ৬. হারাম ভক্ষণকারী (সুনানে বায়হাকি: ৫৫২০)। ৭. খোঁটাদানকারী। ৮. অবাধ্য সন্তান। ৯. মদ্যপ (সুনানে নাসায়ি: ৫৫৭৭)। ১০. অন্যকে নিজের পিতা পরিচয়দাতা (সহিহ বুখারি: ৬২৬৯)। ১১. দুনিয়াবি উদ্দেশ্যে যারা ইলম শেখে (সুনানে আবু দাউদ: ৩১৭৯)। ১২. তাকদির (ভাগ্য) অস্বীকারকারী (আহমদ: ৬/৪৪১)। ১৩. জ্যোতিষ। ১৪. জাদুকর (মুসনাদে আহমদ)। ১৫. ঋণগ্রস্ত ব্যক্তি (সুনানে নাসায়ি: ১৯৬০)। ১৬. পুরুষের বেশধারী নারী। ১৭. পরিবারের সদস্যদের ধর্মহীনতায় উদাসীন (মুসতাদরাকে হাকেম: ২২৬)। ১৮. আল্লাহর রাসুলের নাফরমান (সহিহ বুখারি: ৬৭৩৭)। ১৯. ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিতকারী (সুনানে ইবনে মাজাহ: ২৬৯৪)।

২০. ব্যভিচারী। ২১. মিথ্যাবাদী শাসক। ২২. অহংকারী গরিব (সহিহ মুসলিম: ১০৭)। ২৩. গোড়ালির নিচে কাপড় পরা ব্যক্তি। ২৪. মিথ্যা শপথ করে পণ্য বিক্রেতা (সুনানে নাসায়ি: ২৫৬৩)। ২৫. যে মহিলা অকারণে তালাক চায় (তিরমিজি: ১১০৮)। ২৬. চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যাকারী (সহিহ বুখারি)। ২৭. অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী (সহিহ মুসলিম: ১৯৬)। ২৮. বিশ্বাসঘাতক শাসক (বুখারি: ৬৬১৮)। ২৯. দাড়ি-চুলে মেহেদি ছাড়া কালো কলপ ব্যবহারকারী (সুনানে আবু দাউদ: ৪২১২)। ৩০. অশ্লীলভাষী। ৩১. উগ্র মেজাজি। ৩২. কটুভাষী (আবু দাউদ: ৪১৬৮)। ৩৩. উলঙ্গ-অর্ধ উলঙ্গ নারী (সহিহ মুসলিম-২১২৮)। ৩৪. মানুষের বাহবা কুড়াতে ইবাদতকারী (সহিহ মুসলিম: ৩৫২৭)।

লেখক: ইসলামবিষয়ক গবেষক

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

কবরে যে ২ গুনাহের শাস্তি দেওয়া হবে

মুমিনের চমৎকার ৪ চারিত্রিক বৈশিষ্ট্য

সেকশন