Ajker Patrika
হোম > ইসলাম

ইসলামের দৃষ্টিতে ভালোবাসা

মুফতি আবু দারদা

ইসলামের দৃষ্টিতে ভালোবাসা

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশই ভালোবাসা। তবে সাধারণত ভালোবাসা বলতে নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণ, ভালো লাগা, প্রণয় ও পরিণয় ইত্যাদিকেই বোঝানো হয়। ইসলামের দৃষ্টিতে এই ভালোবাসা দোষের কিছু নয়, যদি তা ইসলামের বিধিবদ্ধ নিয়ম মেনে হয়ে থাকে।

ইসলামের দৃষ্টিতে নারী-পুরুষের বৈধ ভালোবাসার একমাত্র পথ বিয়ে। বিয়ের মাধ্যমে নারী-পুরুষ স্বামী-স্ত্রী হয়ে একে অন্যকে ভালোবাসবে, যৌনক্ষুধা নিবারণ করবে এবং আদর্শ পরিবার গঠন করবে—এটিই ইসলামের শিক্ষা। মহানবী (সা.) ও সব নবীগণ বিয়ে করেছেন। তাঁরা স্ত্রীদের গভীরভাবে ভালোবাসতেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি পূর্ণ মুমিন, যার চরিত্র সুন্দর, তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।’ (রিয়াদুস সালিহিন: ১/১৯৭)

তবে পবিত্র কোরআনে বিয়েবহির্ভূত যৌনতাকে নিষেধ করা হয়েছে। এতে উৎসাহ দেয় এমন কাজ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। কেননা, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।’ (সুরা বনি ইসরাইল: ৩২০) পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, ‘বলে দাও, আমার পালনকর্তা হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, আর পাপ ও অসংগত বিরোধিতা, কোনো কিছুকে আল্লাহর শরিক করা যার কোনো সনদ তিনি পাঠাননি এবং আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যা তোমরা জানো না।’ (সুরা আরাফ: ৩৩) 

ইসলামবিষয়ক গবেষক

৫ কারণে রোজা না রাখার অনুমতি আছে

সুফিয়ান সাওরি: দুনিয়ার মোহ ত্যাগ করা জ্ঞানীদের অগ্রপথিক

যে ৭ কারণে রোজা নষ্ট হয়

হাদিসের গল্প: এক সন্তান নিয়ে দুই নারীর ঝগড়া ও বিচার

সেহরির তাৎপর্য, গুরুত্ব ও বিধান

রোজার নিয়ত করবেন যেভাবে

সৎকর্মের কল্যাণে বেঁচে ফেরা বনি ইসরাইলের ৩ নেককার

ইমাম মুসলিম: হাদিস সংকলন ও সংরক্ষণের কিংবদন্তি ব্যক্তিত্ব

ইফতারের বিশেষ আদব ও দোয়া

ইমাম বুখারি: বিশুদ্ধ হাদিস সংকলনের শ্রেষ্ঠ কারিগর