হোম > ইসলাম

হারিয়ে যাওয়া এক মসজিদের শহর

মুহাম্মাদ রাহাতুল ইসলাম 

ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে ৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত সুলতানি আমলের প্রাচীন শহর মোহাম্মদাবাদ। এই শহরে রয়েছে ১৫টির বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যার মধ্যে অধিকাংশই মসজিদ। বর্তমানে বারোবাজার নামে পরিচিত এই এলাকা প্রাচীনকালে ছাপাইনগর হিসেবে প্রসিদ্ধ ছিল। ইতিহাস থেকে জানা যায়, বিখ্যাত সংস্কারক খান জাহান আলী ১২ জন সহচর নিয়ে ছাপাইনগর এসেছিলেন। সেখান থেকেই এর নাম বারোবাজার।

যুদ্ধ বা মহামারিতে ছাপাইনগর ধ্বংস হয়ে যায়। পরে ১৯৯৩ সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে বের হয়ে আসে এসব ঐতিহাসিক নিদর্শন। তন্মধ্যে সাতগাছিয়া মসজিদ, ঘোপের ঢিপি কবরস্থান, নামাজগাহ কবরস্থান, গলাকাটা মসজিদ, জোড়বাংলা মসজিদ, মনোহর মসজিদ, জাহাজঘাটা, দমদম প্রত্নস্থান, গোড়ার মসজিদ, পীর পুকুর মসজিদ, শুকুর মল্লিক মসজিদ, নুনগোলা মসজিদ, খড়ের দিঘি কবরস্থান, পাঠাগার মসজিদ ও বাদেডিহি কবরস্থান অন্যতম। সব স্থাপনাই কাছাকাছি অবস্থিত।

জোড়বাংলা মসজিদ খননের সময় একটি শিলালিপি পাওয়া যায়। তাতে লেখা ছিল ‘শাহ সুলতান মাহমুদ ইবনে পুসাইন ৮০০ হিজরি’। এ থেকে আন্দাজ করা যায়, স্থাপনাগুলো প্রায় ৬৫০ বছরের পুরোনো। কালক্রমে জৌলুশ হারালেও এসব ধ্বংসাবশেষ দেখে খুব সহজেই অনুমান করা যায়, কতটা উন্নত ও সমৃদ্ধ ছিল প্রাচীন মোহাম্মদাবাদ শহর। ইতিহাসের সাক্ষী হয়ে এই এলাকায় রয়েছে একাধিক পুকুরও। সবুজ বৃক্ষবেষ্টিত গ্রামীণ প্রকৃতির পাশাপাশি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 

গোড়ার মসজিদ
এসব স্থাপনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অবস্থায় আছে ‘গোড়ার মসজিদ’। এ মসজিদের বাইরের দিকে রয়েছে টেরাকোটার অপূর্ব কাজ। মসজিদটি চার গম্বুজবিশিষ্ট। 

গলাকাটা মসজিদ
মসজিদ থেকে ৩০ গজ পূর্ব দিকে প্রায় ৪-৫ বিঘা আয়তনের একটি প্রাচীন জলাশয় আছে। পাশে রয়েছে একটি মসজিদ। জনশ্রুতি আছে, সে সময়ের এক অত্যাচারী রাজা, প্রজাদের বলি দিয়ে এই মসজিদের দিঘির মধ্যে লাশ ফেলে দিত। সে অনুযায়ী এর নাম হয়েছে ‘গলাকাটা মসজিদ’। গলাকাটা মসজিদটি সুলতানি আমলের আরেক অনিন্দ্যসুন্দর স্থাপত্যশিল্প। প্রায় ২১ ফুট লম্বা ও ১৮ ফুট চওড়া এই মসজিদ খনন করে তোলা হয় ১৯৯৪ সালে। 

জোড় বাংলা মসজিদ
গলাকাটা মসজিদ থেকে সামান্য পশ্চিম পাশে, সড়কের বিপরীত দিকে এক গম্বুজবিশিষ্ট জোড় বাংলা মসজিদের অবস্থান। মসজিদটি খনন করা হয় ১৯৯৩ সালে। তখন এখানে একটি ইট পাওয়া যায়, তাতে আরবি অক্ষরে লেখা ছিল ‘শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইন, ৮০০ হিজরি।’ ধারণা করা হয়, ৮০০ হিজরির দিকে সুলতান মাহমুদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ খনন করে এটি উন্মোচন করে। ছোট ছোট পাতলা ইটে গাঁথা এই মসজিদ ১১ ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর স্থাপিত। 

বড় সাতগাছিয়া আদিনা মসজিদ
বারোবাজারের মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় সাতগাছিয়া আদিনা মসজিদ। বারোবাজারের একেবারে প্রায় শেষ মাথায় পাকা সড়ক ছেড়ে হাতের ডানে গ্রাম্য পথে সামান্য সামনের দিকে চলতে হয়। এটির শুধু দেয়াল আর নিচের অংশ অবশিষ্ট আছে। স্থানীয়রা ওপরে টিনের চালা দিয়েছে। জানা যায়, সর্বপ্রথম গ্রামের লোকজনই মাটির নিচ থেকে এই মসজিদ উদ্ধার করে। প্রায় ৭৭ ফুট লম্বা ও ৫৫ ফুট চওড়া মসজিদের পশ্চিম দেয়ালে লতাপাতার নকশা সমৃদ্ধ তিনটি মিহরাব রয়েছে। সুলতানি আমলে নির্মিত এ মসজিদের সঙ্গে একটি সমৃদ্ধ পাঠাগার ছিল বলে জানা যায়। মসজিদের পাশেই একটি বিরাট দিঘি। নাম পিঠেগড়া পুকুর। 

মনোহর দিঘি মসজিদ
 ১৯৯২ ও ১৯৯৩ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বারোবাজার প্রত্নতত্ত্বস্থলে খননকার্য পরিচালনা করে। সে সময় মনোহর ঢিবি নামক স্থান থেকে মনোহর মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এ মসজিদটি যেখানে আবিষ্কৃত হয়, তার পাশে একটি জলাশয় থাকায় একে মনোহর দিঘি মসজিদ নামে ডাকা হয়। খননের পর থেকে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন রয়েছে। 

পীর পুকুর মসজিদ
এই মসজিদও ছিল মাটির নিচে। এই মসজিদে ছাদ নেই, শুধু দেয়াল আছে। মসজিদটি লাল ইটের তৈরি। পীর পুকুর প্রত্নস্থলের পশ্চিমে মসজিদটির অবস্থান। ১৯৯৪ সালে খননের ফলে এ স্থানে ১৫ গম্বুজবিশিষ্ট এ মসজিদের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। 

পাঠাগার মসজিদ
মিঠাপুকুর মৌজায় একটি ছোট ও অনুচ্চ মসজিদ। ১৯৯৫ সালে খননের ফলে এ বর্গাকার মসজিদের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। মসজিদের দেয়াল ১.৩৮ মিটার পুরু। মসজিদটির ওপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

নুনগোলা মসজিদ
বারোবাজার হাসিলবাগে অবস্থিত নুনগোলা মসজিদটিও বর্গাকৃতির একটি মসজিদ। মসজিদটিতে তিনটি অর্ধবৃত্তাকৃতির মিহরাব আছে। মিহরাবে ছোট ছোট বর্গাকৃতির মধ্যে বিভিন্ন জ্যামিতিক নকশা আছে। মসজিদের বাইরের দেয়ালে পর্যায়ক্রমিক খাড়া চাল ও খাঁজ আছে। এগুলোতে দিগন্ত রেখাকৃতির ছাঁচে গড়া নকশা আছে। মসজিদের ওপরে একটি গম্বুজ আছে। 

শুকুর মল্লিক মসজিদ
শুকুর মল্লিক মসজিদ হাসিলবাগ মৌজায় অবস্থিত। এটি বারোবাজার থেকে ৩০০ মিটার দক্ষিণে। পার্শ্ববর্তী কৃষিজমি থেকে এর উচ্চতা প্রায় ৩ মিটার। ১৯৯৬ সালের খননে এ বর্গাকার মসজিদের ধ্বংসাবশেষ বের করা হয়। এর দেয়াল ১.২২ মিটার পুরু। গম্বুজ বিলুপ্ত এবং দেয়াল নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বিদ্যমান ছিল।

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

কবরে যে ২ গুনাহের শাস্তি দেওয়া হবে

সেকশন